উত্তরায় সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানীর উত্তরায় বসবাসরত ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশত সাংবাদিকদের “ডিজিটাল সাংবাদিকতার” বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (এমটিআই)।

শনিবার (২০ সেপ্টেম্বর,২০২৫) সকালে উত্তরা পূর্ব থানার হাউজ বিল্ডিংয় এলাকায় নূর ক্যাফে নামক একটি চাইনিজ রেস্টুরেন্টে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সকাল ১১ টায় কর্মশালা শুরু হয়ে বিকেল সাড়ে ৪ টা সমাপ্তি হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ছিলেন, ভয়েস অফ আমেরিকার ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং ডিজিটাল মিডিয়া ট্রেইনার অমৃত মলঙ্গী। প্রশিক্ষণটির আয়োজন করেন এমটিআই’

এই প্রশিক্ষণে প্রায় অর্ধশতাধিক টেলিভিশন, প্রিন্ট পত্রিকা, অনলাইন মিডিয়া ও নিউজ পোর্টালের সংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সবাইকে একটি সনদপত্র প্রদান করা হয়।

এসময় প্রশিক্ষক ও সিনিয়র সংবাদকর্মী অমৃত মলঙ্গী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে সংবাদকর্মীদেরকে ডিজিটাল হতে হবে। তার জন্য শিক্ষা ও প্রশিক্ষণের কোন বিকল্প নেই। কারণ মাল্টিমিডিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভর সাংবাদিকতা সময়ের প্রয়োজনে এখন সকলেরই দরকার।

অপরদিকে কর্মশালার আয়োজক ও এমটিআই এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের সাংবাদিকদের আধুনিক ও ডিজিটাল সাংবাদিকতায় দক্ষ করে গড়ে তোলা। মাঠ পর্যায়ের সাংবাদিকদের দক্ষ করে তুলতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *