দেশব্যাপী অকুপেশনাল থেরাপি দিবস উদযাপন

হুমায়ুন কবির : অকুপেশনাল থেরাপি ইন অ্যাকশন’ এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হয়ে গেল ১৬তম বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস।

২৭ অক্টোবর বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস। প্রতি বছর এই দিনে বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবসটি পালন করা হয়। ২০১০ সালের ২৭ অক্টোবর এই দিনটিতে প্রথমবার দিবসটি পালিত হয়।

উত্তরায় “থেরাপি পয়েন্টে”বিশেষ অনুষ্ঠান

উত্তরায় “থেরাপি পয়েন্টে”বিশেষ অনুষ্ঠানে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে র‍্যালি, আর্ট কম্পিটিশন, কালচারাল প্রোগ্রাম ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

থেরাপি পয়েন্ট এর উপদেষ্টা আলহাজ্ব মো: জামির হোসেনের তত্বাবধানে অনুষ্ঠানে -থেরাপি পয়েন্টের চেয়ারম্যান সালমা আক্তার ঈশিকা, ম্যানেজিং ডিরেক্টর চন্দন সাহা, কো-অর্ডিনেটর -হালিমা আক্তার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা (ফাহিম, সায়মন, স্নিগ্ধা, সুফিয়া, বুশরা, মিথিলা, জেবা)। আরও উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান আসাদ. মোঃ আলমগীর কবির সাব্বির. মোঃ শওকত হোসেন. শেখ সেলিম. মোঃ আল আমিন হোসেন. মোঃ বাবুল মিয়া বাবু.

অনুষ্ঠানের শেষে আগত অতিথিবৃন্দ, উপদেষ্টা মন্ডলী ও উপস্থিত সকলকে নিয়ে কেক কাটা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *