:: সংক্ষিপ্ত স্কোর ::
ওয়েস্ট ইন্ডিজ: ১৬৫/৩ (২০ ওভারে)
বাংলাদেশ: ১৪৯/১০ (১৯.৪ ওভারে)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৬ রানে জয়ী।
ক্রিড়া প্রতিবেদক : টস জিতে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৫ রান করে। জবাবে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৯ রান করতে পারে বাংলাদেশ।
ব্যাট হাতে বাংলাদেশের তানজিম সাকিব সর্বোচ্চ ৩৩ রান করেন। হৃদয় করেন ২৮ রান। আর ২০ রান আসে নাসুমের ব্যাট থেকে।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের জয়ডেন সিলস ৪ ওভারে ৩২ রানে ৩টি উইকেট নেন। জ্যাসন হোল্ডার ৪ ওভারে ৩১ রানে ৩টি উইকেট নেন। আকিল হোসেন ৪ ওভারে ২২ রানে নেন ২টি উইকেট।
রিশাদের বিদায়ে হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ:
দলীয় ১২৯ রানের মাথায় নবম উইকেট হারাল বাংলাদেশ। হোল্ডারের বলে উড়িয়ে মারতে গিয়ে পাওয়েলের হাতে ধরা পড়েন রিশাদ হোসেন। ৩ বল খেলে ১ চারে ৬ রান করেন তিনি। জিততে ১৫ বলে এখনও প্রয়োজন ৩৭ রান।
তানজিমের পর ফিরলেন নাসুমও
মাত্র ১৩ বলে ৩টি চার ও ১ ছক্কায় ২০ রানের ইনিংস খেলে ফিরলেন নাসুম। জয়ডেন সিলসের বলে বাউন্ডারি প্রায় পার করে ফেলেছিলেন। কিন্তু পাওয়েল লাফিয়ে উঠে বল ধরে বাউন্ডারি লাইনের বাইরে পরার আগে সেটা ছুড়ে দেন হোল্ডারকে। তিনি তালুবন্দি করে আউট করেন নাসুমকে।
৪০ রানের জুটি গড়ে ফিরলেন তানজিম
৭৭ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর নাসুম আহমেদকে নিয়ে সপ্তম উইকেটে ২২ বলে ৪০ রানের জুটি গড়েন তানজিম হাসান সাকিব। দলীয় সংগ্রহকে ১১৭ তে নিয়ে যাওয়ার পর হোল্ডারের বলে আউট হন এই অলরাউন্ডার। ২৭ বল মোকাবিলা করে ৩টি চার ও ১ ছক্কায় ৩৩ রান করে আউট হন তিনি। নাসুমের সঙ্গে যোগ দিয়েছেন রিশাদ হোসেন।
তানজিম-নাসুমের ব্যাটে শতরান পেরিয়ে বাংলাদেশ
স্বীকৃত ব্যাটসম্যানরা সব সাজঘরে ফিরলেও বাংলাদেশের ইনিংস টানছেন তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদরা। ৭৭ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর তারা দুজন জুটি গড়ে ইতোমধ্যে ২১ বলে ৪০ রান তুলেছে। তাতে বাংলাদেশের সংগ্রহ ১৫.৩ ওভারে ১১৭ তে পৌঁছেছে। তানজিম ৩৩ ও নাসুম ১৬ রানে ব্যাট করছেন।
৭৭ রানে ষষ্ঠ উইকেটের পতন
৭৭ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। জয়ডেন সিলসের করা দ্বাদশ ওভারের শেষ বলটি ফাইন লেগ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আকিল হোসেনের হাতে ধরা পড়েন হৃদয়। ২৫ বল খেলে ২টি চারে ২৮ রান করে যান তিনি।
৫৭ রানে ৫ উইকেট নেই বাংলাদেশের
৫৭ রানের মাথায় পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। এবার ফিরে গেলেন নুরুল হাসান। খারি পিয়েরের করা নবম ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে যান তিনি। ১০ বল খেলে ৫ রান আসে তার ব্যাট থেকে। জিততে ৬৯ বলে এখনও ১০৯ রান প্রয়োজন বাংলাদেশের।
পাওয়ার প্লে’তে ৪ উইকেট হারিয়ে ৪২ রান তুলল বাংলাদেশ
টার্গেট অবশ্য খুব বড় নয়, ১৬৬। কিন্তু সেই টার্গেট তাড়া করতে নেমে পাওয়া প্লে’তে লেজে-গোবরে অবস্থা বাংলাদেশের। ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৪২ রান তুলেছে তারা। তানজিদ ১৫, লিটন ৫, সাইফ ৮ ও শামীম ১ রান করে ফিরে গেছেন সাজঘরে। হৃদয় ১০ ও নুরুল হাসান ০ রানে ব্যাট করছেন।
৪১ রানেই ৪ উইকেট নেই বাংলাদেশের
ওয়েস্ট ইন্ডিজের করা ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫.৩ ওভারে ৪১ রান করতেই ৪ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। জ্যাসন হোল্ডারের বলে ক্রস ব্যাটে খেলতে গিয়ে লাইন ও লেন্থ মিস করে বোল্ড হয়ে ফিরে গেছেন শামীম হোসেন। ৪ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি তিনি।
তানজিদ-লিটনের পর সাইফও ফিরলেন সাজঘরে
৩৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসল বাংলাদেশ। প্রথমে তানজিদ, এরপর লিটন এবং এবার ফিরলেন সাইফ হাসান। আকিল হোসেনের করা পঞ্চম ওভারের দ্বিতীয় বলে শর্ট ফাইন লেগ দিয়ে মারতে গিয়ে রোমারিও শেফার্ডের হাতে ধরা পড়েন ৭ বলে ১ ছক্কায় ৮ রান করা সাইফ। তাওহিদ হৃদয়ের সঙ্গে যোগ দিয়েছেন শামীম হোসেন।
তানজিদের পর ফিরলেন লিটনও
তানজিদ হাসানের পর ফিরলেন অধিনায়ক লিটন দাসও। আকিল হোসেনের করা তৃতীয় ওভারের পঞ্চম বলে দলীয় ২৯ রানের মাথায় কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরেন অধিনায়ক। ৮ বল খেলে ১ চারে ৫ রান করেন তিনি।
অষ্টম বলেই ফিরলেন তানজিদ
ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারাল বাংলাদেশ। জয়ডেন সিলসের করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে রোমারিও শেফার্ডের হাতে ধরা পড়েন তানজিদ হাসান তামিম। মাত্র ৫ বলে ২ চার ও ১ ছক্কায় ১৫ রান করে যান তিনি।
১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ:
ওয়েস্ট ইন্ডিজের করা ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ইনিংসের গোড়াপত্তন করতে এসেছেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম।
হোপ-পাওয়েলের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ পেল ওয়েস্ট ইন্ডিজ
৮২ রানে তৃতীয় উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর শেই হোপ ও রোভম্যান পাওয়েল মিলে মাত্র ৪৬ বলে ৮৩ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ১৬৫ পর্যন্ত নিয়ে যান। জিততে বাংলাদেশকে করতে হবে ১৬৬ রান।
পাওয়েল ২৮ বলে ১টি চার ও ৪ ছক্কায় ৪৬ রানে ও হোপ ২৮ বলে ১টি চার ও ৪ ছক্কায় ৪৪ রানে অপরাজিত থাকেন। এছাড়া অ্যালিক অ্যাথানেজ ৩৪ ও ব্রেন্ডন কিং করেন ৩৩ রান।
বল হাতে বাংলাদেশের তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৬ রানে ২টি উইকেট নেন। রিশাদ হোসেন ৪ ওভারে ৪০ রানে নেন ১টি উইকেট। তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৪৭ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। নাসুম ৪ ওভারে দেন মাত্র ১৫ রান।
১৫ ওভারে শতরান পেরুল ওয়েস্ট ইন্ডিজ
১৫ ওভারে শতরানে পেরুল ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০১ রান। পাওয়েল ৪ ও হোপ ২৬ রানে ব্যাট করছেন।

দুই বলে দুই উইকেট নিলেন তাসকিন
ত্রয়োদশ ওভারে পর পর দুই বলে ২ উইকেট নিল বাংলাদেশ। প্রথম বলে তাসকিন ফেরান সেট ব্যাটসম্যান ব্রান্ডন কিংকে। যিনি ১ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৩৩ রান করেন। দ্বিতীয় বলে নতুন ব্যাটসম্যান শেরফেন রাদারফোর্ডকে গোল্ডেন ডাক উপহার দেন তাসকিন।
রিশাদ এনে দিলেন ব্রেকথ্রু:
নবম ওভারে এসে উইকেটের দেখা পেল বাংলাদেশ। রিশাদ হোসেনের করা দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান অ্যালিক অ্যাথানেজ। ২৭ বল খেলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৪ রান করে যান তিনি। কিংয়ের সঙ্গে যোগ দিয়েছেন শেই হোপ।
ওয়েস্ট ইন্ডিজের সতর্ক শুরু
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে সতর্ক সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লে’র ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৫ রান সংগ্রহ করেছে। অ্যাথানেজ ২০ ও ব্রান্ডন কিং ১১ রানে ব্যাট করছেন।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সোমবার থেকে শুরু হয়েছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপ। তিনি অবশ্য আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ আজ নামছে ছয়জন নিয়মিত বোলার নিয়ে। যার মধ্যে রয়েছেন দুইজন পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। দুজনই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলে স্থানীয় কন্ডিশনের সঙ্গে বেশ পরিচিত। যা আজ তাদের জন্য বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে।
অন্যদিকে, বাংলাদেশের একাদশে আজ দেখা যাচ্ছে কিছু চমক। লিটন দাসের অনুপস্থিতিতে গেল মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিয়ে দুর্দান্ত সাফল্য এনে দিয়েছিলেন জাকের আলী অনিক। তার নেতৃত্বে বাংলাদেশ আফগানদের হোয়াইটওয়াশ করেছিল। তবুও আজকের ম্যাচে জায়গা হয়নি তার। যা অনেকের কাছেই বিস্ময় হিসেবে ধরা দিয়েছে।
বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ:
ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, শেই হোপ (ক্যাপ্টেন ও উইকেটরক্ষক), রোস্টন চেজ, শেরফেন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, খারি পিয়েরে ও জয়ডেন সিলস।

