জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি

ভারতপন্থি-পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই হবে না

জুয়েল আনান্দ্ : জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গড়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নতুন স্বপ্ন নিয়ে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে তরুণদের রাজনৈতিক অভিযাত্রা শুরু হয়।

নবগঠিত দলের সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে নতুন দলের আত্মপ্রকাশের ঘোষণা দেন। এ সময় সভামঞ্চে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।

সদ্য আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না। বাংলাদেশে আর ভারতপন্থি-পাকিস্তানপন্থি রাজনীতির ঠাঁই হবে না।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম আরো বলেন, “আমরা শুধু সামনের কথা বলতে চাই। সামনের স্বপ্নের কথা বলতে চাই।” পরে তিনি লিখিত বক্তব্যে তার দলের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বিকেল ৪টা ২০ মিনিটে প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারেকুল ইসলাম (তারেক রেজা)। এরপর পবিত্র গীতা থেকে পাঠ করেন জাতীয় নাগরিক কমিটির নেতা অর্পিতা শ্যামা দেব। পরে পবিত্র ত্রিপিটক থেকে আবির বড়ুয়া এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন অলিক মৃ। তাঁরাও জাতীয় নাগরিক কমিটির নেতা।

এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নিয়েছেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য প্রার্থনা করতে বলা হয়।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের বক্তৃতার পর নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেনর নাম ঘোষণা করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ইসমাইল হোসেন রাফির বোন মীম আক্তার। পরে সদস্য সচিব আখতার হোসেন ১৫১ সদস্যের আংশিক কমিটির অন্যদের নাম ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *