বিশেষ সংবাদদাতা : রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর পিস্তল দিয়ে গুলিবর্ষণের ঘটনায় যুবলীগকর্মী দেলোয়ার হোসেন রুবেলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার দিবাগত রাত ১ টার দিকে গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার মরকুন ইয়ারেন্স গার্মেন্টস সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় গোপনে তল্লাশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে র্যাব-১, এর টঙ্গী জোনের মেজর আহনাফ এই প্রতিবেদককে এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ৩ আগস্ট,২০২৪ রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় উত্তরা পূর্ব থানার এজহারনামীয় ৪৫ নং আসামী ও পিস্তল দিয়ে গুলিবর্ষণকারী দেলোয়ার হোসেন রুবেল’কে গাজীপুর মহানগর টংগীর মরকুন এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
উত্তরার যুবলীগকর্মী দেলোয়ার
মঙ্গলবার সকালে র্যাব-১, এর টঙ্গী জোনের মেজআহনাফ এই প্রতিবেদককে এসব তথ্য জানান।র্যাব সূত্র জানায়, গ্রেফতার রুবেল একজন যুবলীগ কর্মী। তিনি ভালো পদের আশায় পিস্তল দিয়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ করে। আগ্নেয়াস্ত্রটি ডিএনসিসির ৫৪ নং ওয়ার্ড কাউন্সিল ও আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম যুবরাজের ছিল বলে র্যাবকে জানায় রুবেল। রুবেলকে ঢাকা ডিবি পুলিশের নিকট হস্তান্তরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।মঙ্গলবার সকালে র্যাব-১, এর টঙ্গী জোনের মেজআহনাফ এই প্রতিবেদককে এসব তথ্য জানান।