বিনোদন প্রতিবেদক : রাজধানীর উওরার লা-বাম্বা রেস্টুরেন্টে সাংবাদিক হুমায়ুন কবিরের ৫৫ তম জন্মদিন উপলক্ষে উত্তরা মিডিয়া ক্লাবের সকল সদস্যবৃন্দকে নিয়ে ২৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭:৩০ টায় এক আনন্দ নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা মিডিয়া ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম খান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাশেদুল হাসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মহিউল ইসলাম সামসু, কোষাধাক্ষ্য সৈয়দ শাকিল আহাদ, সৈয়দ এনাম উল্লাহ, সাংবাদিক জুয়েল আনান্দ্ , খোকা আমিন, মোঃ মিনহাজ, সোহেল আহমেদ, মাহফুজা লিজা, লাকী বেগম, ইশরাত জাহান প্রমুখ।

অনুষ্ঠানের সাংবাদিক হুমায়ুন কবির তার অনুভূতি প্রকাশ করেন, তিনি বলেন যে ক্লাবের সকল সদস্যদের একই পরিবারে আবদ্ধ করতে চান। এখন থেকে উত্তরায় বসবাসরত সকল মিডিয়া ব্যক্তিত্বদের এই ক্লাবের সম্পৃক্ত করা হবে বলে আসা ব্যক্ত করেন।

তার জন্মদিনে মিডিয়া ক্লাবের সকল সদস্যদের শুভেচ্ছা জ্ঞাপন করে সাংবাদিক হুমায়ুন কবির ।তিনি ও তার পরিবার মিডিয়া ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানান। সবশেষে উত্তরা মিডিয়া ক্লাবের সকল সদস্যদের নিয়ে নৈশভোজে অংশগ্রহণ করেন।

