পিরোজপুর প্রতিনিধি : ভিন্নমাত্রা লেখক ফোরাম কর্তৃক আয়োজিত পিরোজপুর জেলা কমিটি ঘোষণা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠানটি পুনাক হোটেল নায়োরীতে অনুষ্ঠিত হয়।
ভিন্নমাত্রা লেখক ফোরাম এর চেয়ারম্যান কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – আশির দশকের কবি ও বিশিষ্ট সাহিত্য সংগঠক কবি মুস্তফা হাবীব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী মোহাম্মদ ওমর ফারুক।
অনুষ্ঠান উদ্বোধন করেন – বিশিষ্ট লেখক, গবেষক ও ভিন্নমাত্রা লেখক ফোরাম এর মহাসচিব ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – পিরোজপুর জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট মনিরুল ইসলাম খান মনির, দৈনিক বাংলাদেশ বাণীর সম্পাদক ও বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি কবি আযাদ আলাউদ্দিন, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ। ডা. এস কে দাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন – বিশিষ্ট সাহিত্যিক ও কবি মোহাম্মদ শামসুদ্দোহা।

