বৃহস্পতিবার ঢাকায় আসছেন সাকিব

স্পোর্টস রিপোর্টার : সাকিব আল হাসানের বাংলাদেশে আসা নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছিল। অবশেষে সব জটিলতা একপাশে রেখে বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশের মাটিতে পা রাখবেন দেশসেরা তারকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে 

সাকিবের দেশে ফেরা নিয়ে জল্পনার শুরু আগস্টে। ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লিগের একজন সংসদ সদস্য ছিলেন সাকিব। জুলাই-আগস্টে সংগঠিত গণঅভ্যুত্থানে দেশের উত্তাল পরিস্থিতিতে জাতীয় তারকা হিসেবে সাকিবের সমর্থন আশা করছিল দেশবাসী। তবে জাতীয় দলের এই তারকা ক্রিকেটার ছিলেন নীরব।

সারা দেশের উত্তাল পরিস্থিতিতে চারদিকে যখন রক্তাক্ত, সাকিব তখন কানাডায় পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। সাফারিতে গিয়ে মাই ডে-তে একটি পোস্টে সাকিব লিখেছিলেন, টরেন্টোতে একটি চমৎকার দিন কাটালাম। এই পোস্টের সূত্র ধরে তার উপর ক্ষোভ জমতে থাকে দেশবাসীর। ফলে তার দেশে আসা নিয়ে দেখা দেয় সংশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *