জাকির মার্ডারের রহস্য এখন ওপেন সিক্রেট!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান থানাধীন নিপা গেইট এলাকার বাসা থেকে ডেকে নিয়ে রুপগঞ্জের ৩০০ফিট ব্রিজ এলাকায় নির্মমভাবে হত্যার রহস্য এখনো অজানা রয়েই গেল!

প্রশাসনের নাকের ডগায় ঘুরছে আসামিরা যার অভিযোগ উঠেছে। দুমাস পেরিয়ে গেলে ও কোন অগ্রগতি নেই পুলিশের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠেছে!

এ বিষয়ে রুপগন্ঞ্জ থানায় মামলা নং ২৪/৪৫৬ তারিখ ০৭/০৭/২০২৩ ধারা ৩০২,২০১ ও ৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়েছে। মামলা রুজুর পর র্াব কর্তৃক আসামী রাসেলকে গ্রেফতার করা হয়।

কিন্তু বাকী চিহ্নীত আসামীরা ওপেন ঘুরে বেড়াচ্ছে বলে পরিবারের অভিযোগ।
ইএনবি নিউজ টিম সরজমিনে সচিত্র প্রতিবেদন প্রকাশের কাজ করে যাচ্ছে…… বিস্তারিত আসছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *