নতুন ওসি পেল ডিএমপির ১৩ থানা

ইএনবি ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় পরিদর্শক পদমর্যাদার ১৩ জন পুলিশ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।মঙ্গলবার ও বুধবার ডিএমপি কমিশনার ময়নুল হাসানের সই করা পৃথক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

দক্ষিণখান থানায় মো. তাইফুর রহমান মির্জা, পল্লবী থানায় নজরুল ইসলাম, গুলশান থানায় তৌহিদ আহমেদ, ভাটারা থানার মাজহারুল ইসলাম, খিলক্ষেত থানায় মুহাম্মদ আজহারুল ইসলাম, রমনা থানায় গোলাম ফারুক, পল্টন থানায় খালিদ হোসেন, বাড্ডা থানায় সাইফুল ইসলাম, বিমানবন্দর থানায় এরশাদ আহমেদ, মিরপুর থানায় মোহাম্মদ মনিরুল ইসলাম,  তেজগাঁও থানায় মোবারক হোসেন, উত্তরা পশ্চিম থানায় হাফিজুর রহমান, শাহবাগ থানায় আজহারুল ইসলাম এবং ধানমন্ডি থানার মো. আনোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, নতুন নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *