তারেক রহমান দেশে ফিরতে চাইলে ভ্রমণ সংক্রান্ত কাগজপত্রে সহযোগিতা করবে সরকার – পররাষ্ট্র উপদেষ্টা

 বিশেষ প্রতিবেদক : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন  বৃহস্পতিবার বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিলে সরকার ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র প্রদানে প্রয়োজনীয় সহায়তা করবে।

‘ফিরে আসার বিষয়টি (দেশে ফেরার) তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে যখনই প্রয়োজন হবে, তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো আমরা দেখব,’ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কি না সে সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। তিনি উল্লেখ করেন, তারেক রহমানকে প্রথমে দেশে ফেরার ব্যাপারে নিজস্ব সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে এখনো দ্বিতীয় কোনো অনুরোধপত্র পাঠানো হয়নি।

আরেক প্রশ্নের জবাবে তৌহিদ বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ঢাকা যে অনুরোধ জানিয়েছিল, সে ব্যাপারে এখনো কোনো অগ্রগতি নেই।

আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রসঙ্গে প্রশ্নের জবাবে তৌহিদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রাক-নির্বাচনী অনুসন্ধানী মিশন ইতোমধ্যে বাংলাদেশ সফর করেছে। ‘এ বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে নতুন কোনো তথ্য নেই’ উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নির্বাচন কমিশন তত্ত্বাবধান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *