কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলা গুরুতর আহত ৯

কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুরে পূর্ব শত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর এবং লুটপাট, নারীসহ ৯ আহত খবর পাওয়া গেছে। এই ঘটনায় বাড়িঘর এবং দোকান ভাংচুর, স্বর্নালংকার লুট এবং শ্লীলতাহানী সহ একাদিক অভিযোগে মামলা হয়। মামলার এজাহারে ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় ১৭ই আগষ্ট শনিবার সকাল ১১.৩০ এর সময় ফুটবল খেলাকে কেন্দ্র করে জামালপুর কলেজ মাঠে প্রবাসী শরিফুল ইসলাম মিলন এবং মামলার বাদী রিনা বেগমের ছোট ছেলে মিরাজ মাহমুদ সকালের সাথে কথা কাটাকাটি হয় পরবর্তিতে উক্ত ঘটনাকে কেন্দ্র করে সকাল ১১.৪০ এর সময় উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বেপারী পাড়া গ্রামে প্রবাসী শরিফুল ইসলাম মিলনে বসত বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় প্রবাসী শরিফুল ইসলাম মিলনের স্ত্রী রিনা বেগম (৪১), ছেলে মেহেদী হাসান শাকিল (২৬) এবং মিরাজ মাহমুদ সকাল (১৭), মৃতঃ আকাম উদ্দিন মোড়ল এর ছেলে মনির হোসেন মনু (৫০) এবং সুমন মোড়ল(৪০), মৃতঃ নাজিম উদ্দিন এর ছেলে মকবুল হোসেন (৩৮), মেহেদী হাসান শাকিল এর স্ত্রী সনিয়া আক্তার(২২), মৃতঃ নুর উদ্দিন এর ছেলে তুহিন মোড়ল(২০), মকবুল হোসেন এর ছেলে মাহিন হাসান(১৫) গুরুতর রক্তাক্ত জখম ও গুরুতর আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকাজনক হওয়ায় সকালকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ অনান্য হাপাতালে রেফার্ড করেন। এই ঘটনায় প্রবাসী শরিফুল ইসলাম মিলনের স্ত্রী রিনা বেগম (৪১), জামালপুর গ্রামের শরিফুল বেপারী, পনির বেপারী, রফিকুল বেপারী, মনির বেপারী, হাবিবুর রহমান হাবিব, হারুন বেপারী, আজিজুল বেপারী, মান্নান বেপারী, লুৎফর মোড়ল, অরিফ বেপারী, হৃদয় বেপারী এবং রনি বেপারী সহ অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে ২/১৭৬ নং ১৭ আগষ্ট ২০২৪ মামলা রেকর্ড হয়। মামলার বাদী রিনা বেগম সাংবাদিকদের জানান আসামিরা বিভিন্ন সময় এলাকায় প্রকাশ্যে ঘুরাঘুরি করলেও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। ঘটনায় অভিযুক্ত শরিফুল বেপারী, পনির বেপারী, রফিকুল বেপারী, মনির বেপারী, হাবিবুর রহমান হাবিব, হারুন বেপারী, আজিজুল বেপারী, মান্নান বেপারী, লুৎফর মোড়ল, অরিফ বেপারী, হৃদয় বেপারী এবং রনি বেপারী বক্তব্য জানতে এলাকায় একাধিকবার যোগযোগের চেষ্টা তাদের কয়েকজনের মোবাইল ফোনে কল দিলেও ফোন রিসিভ হয়নি বলে তাদের বক্তব্য দেয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *