নতুন তদন্তে পিবিআই
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান থানাধীন নিপা গেইট এলাকার বাসা থেকে ডেকে নিয়ে রুপগঞ্জের ৩০০ফিট ব্রিজ এলাকায় নির্মমভাবে হত্যার রহস্য এখনো অজানা রয়েই গেল!
প্রশাসনের নাকের ডগায় ঘুরছে আসামিরা যার অভিযোগ উঠেছে। দুমাস পেরিয়ে গেলে ও কোন অগ্রগতি নেই পুলিশের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠেছে

!

এ বিষয়ে রুপগন্ঞ্জ থানায় মামলা নং ২৪/৪৫৬ তারিখ ০৭/০৭/২০২৩ ধারা ৩০২,২০১ ও ৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়েছে। মামলা রুজুর পর র্াব কর্তৃক আসামী রাসেলকে গ্রেফতার করা হয়।কিন্তু বাকী চিহ্নীত আসামীরা ওপেন ঘুরে বেড়াচ্ছে বলে পরিবারের অভিযোগ।

সিসি ক্যামেরা এবং ভাড়াটিয়াদের সাথে কথা বলে জানা যায়, পূর্বশত্রুতার জেরে কতিপয় মোটর সাইকেল জোরজবরদস্তি করে বাসা থেকে তুলে নিয়ে যায়। খোজাখুজির এক পর্যায়ে ০৬/০৭/২৩ ইং তারিখে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাচলে নিঁখোজ জাকিরের শরীরে এবং মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় মৃত দেহ পেয়ে উপস্থিত জনতা খানা পুলিশ কে খবর দেয়। রূপগঞ্জ থানা পুলিশ লাশের সুরতহাল এবং ময়নাতদন্ত সম্পূর্ন করে। ঘটনার সময় পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ ছায়াতদন্ত করে লাশের পরিচয় শনাক্ত করে। মামলাটি থানা পুলিশের পাশাপাশি পিবিআই নারায়ণগঞ্জ জেলার এস আই শাকিল ঘটনাকালীন সময়ে মামলার রহস্য উদঘাটন ও আস্যামী সনাক্ত করন ও গ্রেফতারের জন্য ব্যাপক কার্যক্রম গ্রহন করে। গত ২০/০৭/২৩ইং তারিখে র্যাব-০১ একজন আসামী গ্রেফতার করে এবং আসামী কে থানায় হস্তান্তর করে। পরবর্তীতে মামলার আর কোন আসামী পুলিশ বা র্যাব গ্রেফতার করতে পারে নাই। তাদের বর্তমানে তদন্ত কার্যক্রম একদম থমকে আছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি দাবী জানান বাদী । কিন্তু থানা পুলিশ বিভিন্ন অজুহাতে হত্যাকারীদের গ্রেফতার করা থেকে বিরত থাকছেন, যা সুবিচার পেতে যথেষ্ঠ সন্দেহের সৃষ্টি করছে বলে মামলার বাদী কামরুল প্রতিবেদককের কাছে মন্তব্য করেন।
বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার গত ৭ জানুয়ারী মামলাটি পিবিআই নারায়ণগঞ্জকে পরিচালনার অনুমতি দেন।
কিন্তু বিধিবাম তাতেও কোন লাভ হয়নি,যেই লাউ সেই কদু।কোন আসামীকে ধরা দূরের কথা আজ অবদী ঘটনাস্থল পরিদর্শন করেনি পিবিআই নারায়ণগঞ্জ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোশারফ। মোবাইল ফোনে তার কাছে, মামলার বিষয়ে জানতে চাইলে বাদীর লোকজনের সহযোগিতা না পাওয়ার অযুহাত দাড় করান।
ইএনবি নিউজ টিম সরজমিনে সচিত্র প্রতিবেদন প্রকাশের কাজ করে যাচ্ছে…… বিস্তারিত আসছে