রাষ্ট্রপতির প্রস্তাবক ওবায়দুল কাদের, সমর্থক হাছান মাহমুদ

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হতে চলা সাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়নে প্রস্তাবক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই মনোনয়নে সমর্থন দিয়েছেন একই দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার সকালে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম।

ইসি সচিব বলেন, ‘নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একই ব্যক্তির নামে দুটি মনোনয়ন দাখিল হয়েছে। যার নামে দাখিল হয়েছে তিনি মো. সাহাবুদ্দিন। তার বাবার নাম মরহুম শরফুদ্দিন আনসারী। বাসা পাবনার শিবরামপুরে।’

জাহাঙ্গীর আলম বলেন, বেলা ১১টায় একটি ও ১১টা ৫ মিনিটে অপর মনোনয়নপত্র জমা পড়ে। সোমবার দুটি মনোনয়নপত্র বাছাই হবে। আর প্রত্যাহার শেষে চূড়ান্ত রাষ্ট্রপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আইন অনুযায়ী একই ব্যক্তির নামে সর্বোচ্চ তিনটি মনোনয়নপত্র জমা দেওয়া যেতে পারে।

গত ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল, সোমবার বাছাই ও মঙ্গলবার প্রত্যাহারের দিন ধার্য করা হয়। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি। তবে যেহেতু সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী একজন, তাই ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।

2 Comments

  1. I may need your help. I tried many ways but couldn’t solve it, but after reading your article, I think you have a way to help me. I’m looking forward for your reply. Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *