ক্রাইম রিপোর্টার : একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রূপার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সরকারি কর্মচারী মো. ফজলুল করিম হত্যা মামলায় বৃহস্পতিবার এ রিমান্ডের আদেশ দেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা-পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোহাইমিনুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবির এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা প্রাথমিকভাবে প্রত্যেক আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী বলেন, দুজনের ১০ দিনের রিমান্ড আবেদন করলে শেষ পর্যন্ত আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফ্রান্সে পালিয়ে যাওয়ার সময় বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয় এই সাংবাদিক দম্পতি। পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।