সুশীল সমাজ ও বিভিন্ন পেশাজীবীদের সাথে দয়াল বড়ুয়ার মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ১৮ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রধান অতিথি দয়াল কুমার বড়ুয়া যুগ্ম আহ্বায়ক জাতীয় পার্টি বুধবার সন্ধ্যায় উত্তরায় একটি হোটেলে উত্তরার পেশাজীবী মানুষ, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের নিয়ে একটি মতবিনিময় সভা করেন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী।

তিনি বলেন আমি যদি এমপি হিসাবে নির্বাচিত হতে পারে তাহলে এই এলাকায় সব ধরনের সমস্যার সমাধান করব। অত্র এলাকায় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন এবং সমাজ সেবামূলক বিভিন্ন কার্যকর্মের সাথে যুক্ত থাকায় তরুণ প্রজন্মের সাথে আমার একটি আন্তরিক যোগাযোগ রয়েছে। আমি এ আসনের সাতটি থানার ওয়ার্ডের অত্যন্ত এলাকাগুলোতে, মাদ্রাসা এতিমখানা গুলোতে, হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার গুলোতো গিয়েছি এই এলাকার তথ্য বৃহত্তর উত্তরা তুরাগ উত্তর খান দক্ষিণ খান খিলখেত সহ ঢাকা ১৮ আসনের মানুষের দীর্ঘদিনের যে সমস্যাগুলো এবং এখানকার নানা অসংগীত আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। ব্যক্তিগতভাবে যারা আমার কাছে এসেছেন বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা জানিয়েছেন আমি তাদের অভিমত শুনেছি এবং সাদ্য অনুযায়ী তা সমাধানের চেষ্টা করেছি। তবে এলাকার বৃহৎ য়ে সমস্যাগুলো দীর্ঘদিন এ এলাকার মানুষ মোকাবেলা করে আসছে সেগুলো ধারাবাহিকভাবে যোগ্য সঠিক ও সময় প্রযোগী পরিকল্পনা কিংবা তীব্র ইচ্ছা শক্তির যে কোন অন্য অজানা কারণে এ এলাকার মানুষ এর সকল সমস্যাগুলো দীর্ঘদিন যাবত মোকাবেলা করছে। বিশেষ করে উত্তরখান দক্ষিণ খান খিলখেত তুরাগসহ এলাকাগুলোর অসহনীয় জলাবদ্ধতার অপরিসীম দুর্ভোগ খানাখন্দভরা অগ্রসন্ত সড়ক বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রদুর্ভাব, কিশোর গ্যাং তরুণীদের মাদকাসক্ত হওয়ার প্রবণতা যেন দিন দিন আশঙ্কা জনক ভাবে বাড়ছে। অথচ জটিল হতে থাকা এ সমস্যাগুলো সমাধান যোগ্য। কোনোটি ভরিং কিংবা কোনোটি সময় সাপেক্ষ কিন্তু কার্যকর উদ্যোগ এবং তীব্র সদিচ্ছা এগুলো সমাধানের পথকে নিঃসন্দেহে দৃশ্যমান করা হবে।

দয়াল কুমার বড়ুয়া আরো জানান ঢাকা এই ১৮ আসনে দীর্ঘদিন যাবত আমি বসবাস করে আসছি।এই এলাকায় বিভিন্ন স্থানে আমার বসতবাড়ি ও অফিস আছে এই এলাকার বিভিন্ন পেশার মানুষের সাথে আমার ভালো একটা যোগাযোগ আছে এ আসনে বিগত দিন অনেক গুণী ব্যক্তি দায়িত্ব পালন করে গেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সামনের দিনগুলোতে এখানে একজন উপযুক্ত জনপ্রতিনিধি দরকার যিনি এ আসনের প্রত্যন্ত অঞ্চল গুলোতে ঘুরে ঘুরে সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে এর সমাধানে সংশ্লিষ্ট দপ্তর গুলোকে নিয়ে কার্যকর উদ্যোগ নিবেন এবং একসাথে স্থানীয় প্রতিনিধিদের সাথে তার নিবিড় যোগাযোগ থাকবে। আমি যখন বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভা করি স্থানীয় জনগণের মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো জানতে পারি একই এলাকার দীর্ঘদিনের একই সমস্যাগুলো আমাকে গভীরভাবে ভাবায়। যদিও এ সমস্যাগুলোর ব্যক্তি পর্যায়ের পরিকল্পনা ও সমাধান সম্ভব নয় তাই আমি যদি এই ঢাকা ১৮ আসনে নির্বাচিত হই তাহলে এসব সকল সমস্যাগুলো সমাধান করবো।

মতবিনিময় সভায় তিনি তার মতামত ব্যক্ত করেন। মতবিনিময় সভায়
আরো উপস্থিত ছিলেন, নাফিজ মাহবুব সাবেক দপ্তর সম্পাদক ও সদস্য জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি জাতীয় পার্টি, সভাপতি এম আজাদ ও এ আই নিজামী সাধারণ সম্পাদক সুরের পিয়াসী, জাকির হোসেন জাপা কেন্দ্রীয় নেতা।

অনুষ্ঠানে সুরের পিয়াসীর শিল্পিদের সংগীতানুষ্টান শেষে নৈশ ভোজের মাধ্যমে সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *