সারা বাংলাদেশের আধুনিকায়ন ও ব্যাপক উন্নয়ন হলেও ঢাকা ১৮ আসনে তা নেই- দয়াল কুমার বরুয়া

মোঃ রিপন মিয়া, বিশেষ প্রতিনিধি : ঢাকা ১৮ আসনে অবস্থিত সকল মন্দির এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পূজা পরবর্তী পূর্ণমিলনী মতবিনিময় সভা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান উত্তরায় ভূতের আড্ডা রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে শনিবার রাতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদীপ গ্রুপের চেয়ারম্যান এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী দয়াল কুমার বরুয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ও সদস্য জাতীয় সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য মোঃ নাফিজ মাহবুব।

ঢাকা ১৮ আসনের উত্তরখান,দক্ষিনখান বিমানবন্দর, উত্তরা, খিলক্ষেত এবং তুরাগ থানা অন্তগত হিন্দু সম্প্রদায়ের জন্য পূজা পরবর্তী পুনর্মিলনীর আয়োজন করা হয়। উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠানে থানা সভাপতি ও সেক্রেটারি এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রথমে ঢাকা ১৮ আসনের হিন্দু সম্প্রদায়ের পরিচয় পর্ব শেষে সকলকে মুক্ত আলোচনায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়। অতঃপর সকল নেতৃবৃন্দ সম সুরে একই কথা বলেন যে, ঢাকা ১৮ আসনের কোন নেত্রীবৃন্দ এ পর্যন্ত হিন্দু সম্প্রদায়কে একত্রিত করতে পারেনি। প্রতিটি থানায় এ সম্প্রদায় ছিল আলাদা আলাদা সংগঠন, কোন থানার সংগঠনের সাথে অন্য থানার হিন্দু সম্প্রদায়ের সাথে সম্পর্ক ছিল না। দয়াল কুমার বরুয়ার নিরলস প্রচেষ্টায় ঢাকা ১৮ আসনের সর্বস্তরের হিন্দু সম্প্রদায় ঐক্যবদ্ধ প্লাটফর্মে আসতে পারায় তাকে ধন্যবাদ জানান।

দয়াল কুমার বরুড়া প্রধান অতিথির বক্তব্যে বলেন সারা বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশের রূপ পরিলক্ষিত হলেও ঢাকা ১৮ আসনে তা নেই। ঢাকা ১৮ আসনের সাধারণ মানুষের নিত্য দিনের যে সমস্যাগুলো সহজেই সমাধানযোগ্য নিয়মিত মত বিনিময় না থাকায় মানুষ তার সে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এলাকার রাস্তাঘাট ও নিষ্কাশন ব্যবস্থা চরম আকার ধারণ করছে। রাজনৈতিক সেবা মানুষের কাছে পৌছায় দিতে তিনি ঢাকা ১৮ আসনের জন্য একজন মানবিক মানুষের প্রত্যাশা করেন। এ পর্যন্ত কোন নেতৃবৃন্দই মানবিকতা দিয়ে ঢাকা ১৮ আসন জয় করতে পারেনি। ঢাকা ১৮ আসনের হিন্দু সম্প্রদায় ও অবহেলিত। সকল সম্প্রদায়সহ ঢাকা ১৮ আসনের সর্বস্তরের জনগণের জন্য তিনি মানবিক মানুষ হতে চেয়ে জাতীয় পার্টির নাঙ্গল প্রতীকে এমপি নির্বাচিত হয়ে সেবা করার সুযোগ চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *