রিপোর্টার (সাভার, ঢাকা) : সাভারের রাজ বাড়িতে অবস্থিত ‘জরি ফ্যাশন’ নামে একটি তৈরি পোশাক কারখানার নারী শ্রমিক মারিয়া গোমেজ (২৫) ধর্ষণের শিকার হয়েছেন। সাভার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা এই মর্মান্তিক ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিতার পরিবার সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
জানা যায়, গত ২২শে এপ্রিল, রাত আনুমানিক ৭টার দিকে, মারিয়া কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন। এই সময় সোহেল রানা তাকে ভয় দেখিয়ে এবং জোর করে একটি নির্জন স্থানে নিয়ে পিয়ে ধর্ষণ করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে সাভার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
‘জরি ফ্যাশন’ কারখানার চেয়ারম্যান জোয়াকিম মধু ঘটনার খবর পাওয়ার পরপরই হাসপাতালে ছুটে যান এবং মারিয়ার পরিবারের পাশে দাঁড়ান। তিনি মারিয়ার পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং থানায় মামলা দায়ের করতে উৎসাহিত করেন। জোয়াকিম মধু তার বক্তব্যে বলেন, ‘এই নৃশংস হামলার কথা শোনার পর, আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি। মারিয়ার পরিবারের প্রতি আমাদের সমবেদনা ও সহানুভূতি রয়েছে। আমি তাদের বলেছি যে, অপরাধের বিচার চাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার না হলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে। কাউকে ছাড় দেওয়া মানে আরও নিরীহ মানুষকে ঝুঁকির মধ্যে ফেলা।”
তিনি আরও বলেন, “আমাদের প্রতিষ্ঠানে প্রতিটি কর্মীর নিরাপত্তা এবং মর্যাদা রক্ষার জন্য আমরা দায়বদ্ধ। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুক। সমাজে আইন ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধের যথাযথ বিচার হওয়া জরুরি।’
মারিয়ার সহকর্মীরাও এই ঘটনার দ্রুত তদন্ত ও অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনার প্রেক্ষিতে নির্যাতিতার পরিবার সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রাজাবাড়িসহ পুরো সাভার জুড়ে পোশাক শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এবং স্থানীয় মানুষজন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।