জুয়েল আনান্দ্ : বিশ্বসেরা ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাসক দল আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন পেয়েছে।
সাকিবকে মাগুরা-১ আসনে প্রার্থী করছে ক্ষমতাসীন দলটি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে এ মনোনয়ন পেয়েছে সাকিব আল হাসান বলে জানা গেছে।
রোববার বিকাল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এদিকে গতবারের মত এবারও নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসন থেকে মনোনয়ন ফরম কেনেন সাকিব। এই তারকা ক্রিকেটারকে মাগুরা-১ আসন থেকে মনোনয়ন দিল আওয়ামী লীগ। এ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর আগে প্রধানমন্ত্রীর এপিএস ছিলেন।