স্পোর্টস রিপোর্টার : শেষবারের মতো সাকিব আল হাসানের নাম রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন সাকিব। এমন ঘোষণা আগেই দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
সাকিবের দেশে ফেরা নিয়ে ছিল জল্পনা কল্পনা, উৎকণ্ঠা। সব শঙ্কা উড়িয়ে বুধবার (১৬ অক্টোবর) বিকেলে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, সেখানে শেষবারের মতো দেওয়া হলো সাকিবের নাম। বাংলাদেশের ক্রিকেটের ধ্রুবতারা এই টেস্ট খেলেই সাদা পোশাকের জার্সি তুলে রাখবেন।
২০০৭ সালে ভারতের বিপক্ষে টেস্টে সাকিবকে প্রথমবার সুযোগ দিয়েছিল বিসিবি। এরপর ছুটতে থাকেন স্পিন অলরাউন্ডার। কখনো ব্যাট হাতে ঝলমলে পারফরম্যান্স তো কখনো বল হাতে স্পিন বিষ। আবার কখনো অলরাউন্ডার পারফরম্যান্সে সাকিব ডানা মেলে উড়তে থাকেন। পারফরম্যান্সের সুবাদে হয়ে যান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। নিজেকে শুধু লাল-সবুজের জার্সিতেই সীমাবদ্ধ রাখেননি। ২২ গজে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে হয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার।