স্টাফ রিপোর্টার : আজ বুধবার (৩০ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন প্রথিতযশা সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান রিমন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাইদুর রহমান রিমন ছিলেন একজন নির্ভীক, সৎ ও মানবিক সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা পেশায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার অক্লান্ত পরিশ্রম ও লেখনির মাধ্যমে তিনি সমাজ ও গণমাধ্যমে রেখেছেন উজ্জ্বল ভূমিকা।
তার এই অকাল প্রয়াণ সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও তার অনুসারীগন শোক প্রকাশ করছে এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে।
একইসাথে শোকহত পরিবারের প্রতি উত্তরা প্রেস ক্লাব গভীর সমবেদনা প্রকাশ করেছে।

