নিজস্ব সংবাদদাতা: জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ও তাহমিনা-ইকবাল পাবলিক লাইব্রেরীর অংশ গ্রহনে শ্লোক আবৃতি সংগঠন পরিবেশনায় বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
রাজধানীর তুরাগ বাউনিয়া তাহমিনা-ইকবাল পাবলিক লাইব্রেরী অডিটরিয়ামে শনিবার ৫ আগষ্ট বিকাল ৪ টায় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান সাবেক উপাচার্য জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, সভাপতিত্ব করেন, শ্লোক আবৃতির সভাপতি কবি শফিউল গনি।
প্রধান অতিথি বলেন,বঙ্গবন্ধুর সকল কর্মকান্ডকে কবিতায় লিপিবদ্ধ করে জাতীর কাছে অবৃতির মাধ্যমে তুলে ধরতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম এ থেকে সঠিক ইতিহাস জানতে পারে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মামস্ এম এ আউয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল আউয়াল, দয়াল কুমার বড়ুয়া, চেয়ারম্যান আদিপ গ্রুপ ও সাবেক ট্রাষ্টি বুদ্ধ ধর্মীীয় কল্যান ট্রাষ্ট এবং শেখ মনিরুজ্জামান জুয়েল, সাপ্তাহিক উত্তরা বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।
বিশেষ অথিতি দয়াল বড়ুয়া তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল ও স্মার্ট দেশ হিসাবে বিশ্ব নেতাদের তাক লাগিয়ে দিয়েছেন।