সাংষ্কৃতিক প্রতিবেদক : জাতীয় কবি, প্রাণের কবি, দ্রোহের কবি, মানবিক কবি, মানবতার কবি, সাম্যের কবি, অভিনেতা, প্রাবন্ধিক, সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, ছড়াকার, শিল্পী, মসজিদের খাদেম, ইমাম ও মুয়াজ্জিন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর মৃত্যু বার্ষিকী আগামী ২৯ আগস্ট। আমাদের প্রিয় এই কবির অপ্রকাশিত রচনা বিশেষ করে গান, কবিতা, গজল ইত্যাদির গবেষণা ও চর্চা এখন সময়ের দাবী– এরই ধারাবাহিকতায় খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ” নজরুল চর্চা ফাউন্ডেশন ” সংগঠনটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ মাসুম বিল্লাহ। তিনি বলেন পূর্ণাঙ্গ কমিটি গঠন হতে যাচ্ছে। নজরুল প্রেমীদের জন্য এক বিরাট প্লাটফর্ম হবে এটি……….. ইন শা আল্লাহ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত প্রোগ্রাম পরিচালনায় আপনিও থাকবেন অগ্রণী ভূমিকায়।নজরুল প্রেমীগণ সংযোগ রাখুন আমাদের সাথে।

ব্রিটেনের জাতীয় কবি ডব্লিউ ওয়ার্ডসওয়ার্থ, পার্সি বি শেলি ও কাজী নজরুল ইসলামের রোমান্টিক কবিতায় নৈতিকতা নিয়ে অধ্যাপক মোস্তফা মুনীর চমৎকার একটি প্রবন্ধ লিখেছেন।
ইউরোপেও পাঠকনন্দিত এই লেখায় মোস্তফা মুনীর বলছেন, ওয়ার্ডসওয়ার্থ, শেলি এবং বিংশ শতাব্দীর কবি নজরুল তাদের স্বতন্ত্র প্রতিভা, দক্ষতা ও রোমান্টিক কবিতা লেখার শৈলীর জন্য অত্যন্ত সম্মানিত। সাহিত্যে তাদের কাব্যিক অবদানের প্রভাব বিশাল ও গভীর। ক্লাসিক রোমান্টিক কবিতাগুলো তৈরি করার সময় নৈতিক মূল্যবোধ, আধ্যাত্মিকতা ও ভালবাসার সাথে প্রকৃতির মার্জিত পরিবেশের সাহায্যে তাদের কল্পনাশক্তি ব্যবহার করেছেন।

কেমব্রিজে প্রকাশিত প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে কবিতায় নজরুলের লেখা অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পেয়েছে। THE CAMBRIDGE COMPANION TO THE POETRY OF THE FIRST WORLD WAR শিরোনামে বিশ্বখ্যাত লেখকদের কবিতা সঙ্কলিত হয়েছে।
বিশ্বের সেরা নিউজরিল সংরক্ষণাগার ‘ব্রিটিশ পাথে’ কবি নজরুলকে দারুণভাবে মূল্যায়ন করেছে। কবির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ হাজার হাজার মানুষের অংশগ্রহণের ডকুমেন্ট প্রকাশ করেছে। BANGLADESH: HUNDREDS OF THOUSANDS ATTEND HERO’S FUNERAL FOR BENGALI “REBEL” POET, NAZRUL ISLAM সংবাদ ও ভিডিও চিত্রে দেখা যায়, শেষ বিদায়ে কবি লাখো জনতার দোয়া ও ভালোবাসায় সিক্ত। প্রায় ৮৫ হাজার চলচ্চিত্রের ভাণ্ডারে সমৃদ্ধ বৃটিশ পাথ। বিনামূল্যে অনলাইনে দেখার জন্য কোম্পানির Facebook, Twitter, Instagram, Pinterest, Tumblr, WordPress ও LinkedIn -এ তা রয়েছে। ১৮৯৬ থেকে বিশ্বজুড়ে প্রধান ইভেন্ট, বিখ্যাত ব্যক্তি ও সংস্কৃতির ফুটেজ অন্তর্ভুক্ত রয়েছে। এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যের ক্ষেত্রে অতুলনীয়।
ইউরোপসহ বিশ্বময় অত্যন্ত জনপ্রিয় বিশ্বকোষ নিউ ওয়ার্ল্ড এনসাইক্লোপিডিয়া কবি নজরুল সম্পর্কে বিষদ বর্ণনা দিয়েছে। https://www.newworldencyclopedia.org/entry/Kazi_Nazrul_Islam . বিশ্বদর্শন হিসেবে খ্যাত নিউ ওয়ার্ল্ড এনসাইক্লোপিডিয়া মানুষের জ্ঞানকে সংগঠিত করার জন্য ডিজাইন করা হয়েছে, যাতে সমগ্র বিশ্বের কাছে সহজে তথ্য পৌঁছাতে পারে। এটি ১৭৬৮ সাল থেকে বিশ্বের প্রত্যেক মানুষের জন্য একটি দরকারী টুল এবং শিক্ষা ও গবেষণার জন্য আদর্শ সম্পদ।
সিডনি বিশ্ববিদ্যালয়ে নজরুল চর্চার প্রয়াস প্রশংসার দাবি রাখে। সেখানে প্রকাশিত ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা KAZI NAZRUL ISLAM AND W.B. YEATS: THE VOICES OF SPIRITUAL FREEDOM, NATIONALISM AND INTERNATIONALISM এতে কাজী নজরুল ইসলাম এবং ড. ইয়েটসকে ভারতীয় উপমহাদেশ ও আয়ারল্যান্ডের মানুষের আধ্যাত্মিক স্বাধীনতা, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের কণ্ঠস্বর হিসেবে আখ্যায়িত করা হয়েছে।