নিজস্ব প্রতিনিধি : নেত্রকোনায় নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যুক্ত হবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৩ ডিসেম্বর) জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। সভা সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনপ্রান্ত থেকে ভার্চুয়ালি ছয়টি জেলায় পর্যায়ক্রমে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি- নেত্রকোনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, বরগুনা এবং রাঙ্গামাটিতে ভার্চুয়ালি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন জানান, শনিবার বিকেল ৩টায় নেত্রকোণা জেলা স্টেডিয়াম মাঠে ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।