ক্রিয়া প্রতিবেদক : দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস করতে আসেন নাজমুল হোসেন শান্ত। তখনই নিশ্চিত হয়ে যায় ইংল্যান্ডের বিপক্ষেও বিশ্রামে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
টস জয়ের সঙ্গে এই ম্যাচের অধিনায়ক শান্ত দিয়ে গেছেন সুখবরও। গৌহাটিতে অনুশীলনে পাওয়া চোটে সাকিবকে নিয়ে ছিল শঙ্কা। সেই শঙ্কা উড়িয়ে দিয়ে শান্ত জানান সাকিব শতভাগ সুস্থ।
টসের পর শান্ত বলেন, ‘সাকিব শতভাগ সুস্থ। প্রথম ম্যাচের জন্য প্রস্তুত। আগের ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলেছি। মূল ম্যাচ খেলার আগে আমাদের নিজেদের তৈরি করার দারুণ সুযোগ।’
বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হয় গৌহাটি থেকে। ২৭ সেপ্টেম্বর সাকিবের দল গৌহাটিতে পৌঁছায়। পরদিন অনুশীলন শুরু করেন সাকিবরা। এই অনুশীলনেই ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পান।
চোটের অবস্থা গুরুতর ছিল না। তবে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজম্যান্ট। তাই বিশ্বসেরা অলরাউন্ডারকে বিশ্রামে রাখা হয়। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর, ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে। একই মাঠে ১০ অক্টোবর ইংলিশদের মুখোমুখি হবে লাল-সবুজের দল।