যুক্তরাষ্ট্রের লিগে অধিনায়ক সাকিব

স্পোর্টস রিপোর্টার : সাকিব আল হাসানকে নিয়ে আলোচনার রেশ এখনো কাটেনি।আলোচনা-সমালোচনার মাঝেই ভারতের বিপক্ষে সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে উড়াল দিয়েছেন এই ক্রিকেটার। এবার দেশটির ক্রিকেট লিগে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সাকিব। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের টি-টেন টুর্নামেন্টে লস অ্যাঞ্জেলস ওয়েভসকে নেতৃত্ব দিবেন তিনি।

সাকিবের দলে খেলবেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। বাংলাদেশী অলরাউন্ডারের দলে আছেন অ্যাডাম রসিঙ্গটন, টাইমাল মিলস, রুম্মান রাইস, টিম ডেভিড, জো বার্নস, জর্জ মুনসে, স্টিফেন এসকিনাজি, টড অ্যাসল, ওয়াকাস সালিম, পঙ্কজ কাম্পলি, ঋষি রমেশ ও মাজিদ জুবাইর।

আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে লস অ্যাঞ্জেলস। বাংলাদেশ সময় রাত ৯টায় নিউইয়র্ক লায়ন্সের মুখোমুখি হবে তারা। ৬ অক্টোবর একই সময়ে সাকিবের দল মাঠে নামবে টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। ৭ অক্টোবর বাংলাদেশ সময় ৬টায় সাকিবদের প্রতিপক্ষ আটলান্টা কিংস।

এই টুর্নামেন্টে খেলার কথা ছিল তামিম ইকবালেরও। তবে বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকারের কাজ করায় তামিমকে পাচ্ছে না টেক্সাস গ্ল্যাডিয়েটর্স। তামিমের দলের নেতৃত্বে আছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *