নিজস্ব প্রতিবেদক : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দুই দেশের দর্শক থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের কথার লড়াই। চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচেও দেখা গেল একই অবস্থা। ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর পাকিস্তানকে কঠিন খোঁচা দিয়েছেন সাবেক ভারতীয় ওপেনার বিরেন্দর শেবাগ।
ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৯১ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। ১৬ রানে ৫ আর ৩৬ রানে ৮ উইকেট হারানোর যে দৃশ্য দেখে খোঁচা দেওয়ার সুযোগটা হাতছাড়া করেননি শেবাগ। রীতিমতো বিদ্রূপই করেছেন পাকিস্তাকে নিয়ে।
ম্যাচ চলাকালে বেশ কয়েকটি টুইট করেছেন শেবাগ। রান তাড়ায় ভারত যখন সহজ জয়ের পথে, তখন পাকিস্তানি সমর্থকদের গায়ে জ্বালা ধরানোর মতো টুইট করেন শেবাগ। সেখানে ভারতীয় ওপেনার লিখেন, ‘মনে হচ্ছে বড় ছেলেরা স্কুলের বাচ্চাদের সঙ্গে খেলছে।’
এর আগে পাকিস্তানের ব্যাটিং-ধস নিয়েও একটি টুইট করেছিলেন শেবাগ। সেখানে তিনি লিখেছেন, ‘২ উইকেটে ১৫৫ রান তোলার পর পাকিস্তান দলের মনে পড়েছে, সন্ধ্যায় নাশতার সময় হয়ে গেছে। এ জন্য ফাফদা জিলাপি দেখে দ্রুত ১৯১ রানে অলআউট হয়ে গেছে।’
ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে অবশ্য শেবাগের মতো খোঁচা দেননি। তিনি বোলারদের পাশাপাশি অধিনায়ক রোহিত শর্মাকে কৃতিত্ব দিয়েছেন, ‘দর্শনীয় এক ধস দেখা গেল পাকিস্তানের কাছ থেকে। ১৫৫-২ থেকে ১৯১ অলআউট। দারুণ অধিনায়কত্ব করেছে রোহিত।’
ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দারুণ বোলিংয়ে ৪২.৫ ওভারে ১৯১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ৩০.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় রোহিত শর্মার দল। সেই সঙ্গে তুল নিলো টানা তৃতীয় জয়।