নিজস্ব প্রতিনিধি : ভূমি মন্ত্রণালয়ের ১৩-১৬তম গ্রেডের ‘কম্পিউটার অপারেটর’, ‘সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর’ এবং ‘অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর’-এর শূন্য পদে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা অংশের ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে মোট ৩০১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
ভূমি মন্ত্রণালয় থেকে গত ১১ ডিসেম্বর প্রকাশিত ‘ভূমি মন্ত্রণালয়ের গ্রেড-১৩তম হতে গ্রেড-১৬তম ৩য় শ্রেণির শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীর তালিকা’ শীর্ষক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা আগামী ১৪-১৫ ডিসেম্বর ঢাকার নীলক্ষেতে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।