বোমা ফ্যামিলি ডে ২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদাতা : রাজধানীর অদূরে উলু খোলা, গায়েন বাড়ি রিসোর্র্টে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন (বোমা) ফ্যামিলি ডে ২০২৩ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আড্ডা, নারীদের পিলো পাস (বালিশ খেলা), শিশুদের বল নিক্ষেপ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র সহ বিভিন্ন আনন্দ-উল্লাসে সদস্য ও তাদের পরিবারের মিলনমেলায় পরিণত হয়।

‘বোমা ফ্যামিলি ডে’ কথাটি যখন আসবে তখন পরিবার-পরিবার এক ধরনের অনুভূতি কাজ করবে যে কারোর কাছেই।

প্রতি বছরের ন্যায় এ বছরও বোমা ফ্যামেলি ডে’ ১০ মার্চ শুক্রবার গায়েনবাড়ী, কালীগঞ্জ, গাজীপুরে আয়োজন করা হয়। সহযোগিতায় উত্তরা মিডিয়া ক্লাব। অলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা)’বনভোজন কিংবা পিকনিক নাম না দিয়ে কর্তৃপক্ষের ফ্যামিলি ডে নামকরণটির উদ্দেশ্য হলো বাংলাদেশ অনলাইন মিডিয়ার অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যর পরিবার যাতে সম্মিলিতক একটি পরিবার হয়ে আনন্দ উদযাপন করতে পারেন।
এজন্যই শুধু বোমার সদস্যরাই নয়, বরং তাঁদের পরিবারের সদস্যদের নিয়েও বছরের একটি দিন যেন মিলেমিশে আনন্দ উপভোগ করা যায় সেটিই ছিল মূল লক্ষ্য।

বোমা ফ্যামেলি ডে’ ১০ মার্চ শুক্রবার গায়েনবাড়ী, কালীগঞ্জ, গাজীপুরে আয়োজন করা হয়

বোমার সভাপতি শরিফুল ইসলাম খানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক রবীন্দ্র গবেষক আমিনুল ইসলাম বেদু। সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন স্বপন অনুষ্ঠান পর্ব সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ অনলাইন মিডিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খান বলেন, আমরা মনে করি প্রতিটি মানুষের বিনোদন প্রয়োজন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ সমৃদ্ধ জাতি গড়তে বিনোদনের বিকল্প নেই। এ লক্ষ্যেই বোমা তাদের প্রতিটি ফ্যামিলির ভবিষ্যৎ প্রজন্মের বিনোদনের কথা ভেবে প্রতি বৎসর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে।

তবে এর আগে আরও ৬ টি অনুষ্ঠান করলেও করোনার জন্য বিগত বৎসরগুলো ১ টি প্রোগাম করা সম্ভব হয়নি।আগামীতেও স্বাভাবিক থাকলে আমাদের এ ধরনের অনুষ্ঠান চলমান থাকবে ইনশাল্লাহ। আগামী রমজানে একটি ইফ্তার পার্টি সহ ঈদ পরবর্তী একটি ঈদ পূর্ণমিলনীর আয়োজন করা যেতে পারে।

বোমা ফ্যামিলি ডে ২০২৩ উদযাপন কমিটির ক্রেস্টপ্রাপ্ত সদস্য সচিব শেখ মনিরুজ্জামান জুয়েল

উল্লেখ্য, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গাজীপুরের কালীগঞ্জের উলুখোলার গায়েন বাড়ীতে সবার স্বত্স্ফূর্ত অংশগ্রহণে বিনোদন কেন্দ্র নাজিমস গার্ডেনে একটি মিলন মেলায় পরিনত হয়।

নানা আয়োজনে জমকালোপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিজামুদ্দিন জিতু পরিচালক এফবিসিসিআই ও প্রেসিডেন্ট বাংলাদেশ সংবাদপত্র পরিষদ, আবু জাফর সূর্য, সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, কামাল হোসেন, চেয়ারম্যান, ফোকাস বাংলা ও বোমার নির্বাহী সভাপতি।

আমন্ত্রিত অতিথি ছিলেন নাসিরউদ্দিন বুলবুল, মহাসচিব, জাতীয় সাংবাদিক সোসাইটি, লায়ন আখতারুজ্জামান, মোহাম্মদ মাসুম বিল্লাহ, সম্পাদক-প্রকাশক মাসিক ভিন্নমাত্রা, শহিদুল ইসলাম খান নির্বাহী সম্পাদক নিউজ বিডি ডট নেট, ডা. নাফিজ মাহবুব সম্পাদক-প্রকাশক ভিআইপি নিউজবিডি ডট কম, বোমার নির্বাহী সদস্য আবু নাঈম খান, উত্তরা মিডিয়া ক্লাবের নির্বাহী সদস্য, জাহাঙ্গীর চৌধুরী, বোমা সদস্য রফিকুল হুদা বাবু, খাদেমুল ইসলাম, মেহেদী হাসান বেলাল প্রমুখ।

বাংলাদেশ অনলাইন মিডিয়ার অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডে ২০২৩ উদযাপন কমিটির ক্রেস্টপ্রাপ্ত তিনজন সদস্য হলেন, উদযাপন কমিটির আহবায়ক সাব্বির আহমেদ রনি, যুগ্ম আহবায়ক রাসিদুল হাসান বুলবুল, সদস্য সচিব শেখ মনিরুজ্জামান জুয়েল।

বাংলাদেশ অনলাইন মিডিয়ার অ্যাসোসিয়েশনের ফ্যামিলি ডে ২০২৩ উদযাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *