নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত ঢাকা – ১৮ মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া। তার নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে শুক্রবার বৃহত্তর উত্তরার বিভিন্ন এলাকার মোট ১৫টি গুরুত্বপূর্ণ বড় মসজিদে একযোগে জুম্মার নামাজ শেষে ডেঙ্গু সচেতনতায় উত্তরখান ও দক্ষিণখানের ৭টি ওয়ার্ডের ১০টি মসজিদে ও উত্তরার ১০,১১,১২,১৩ ও ১৪নং সেক্টরে মুসল্লিদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
উত্তরখান ও দক্ষিণখানের ৭টি ওয়ার্ডের বাইতুল সুজুত জামে মসজিদ (দক্ষিণখান) ৪৮নং ওয়ার্ডে, তালতলা বাইতুল নূর মসজিদ (উত্তরখান) ৪৪নং ওয়ার্ডে, নর্দ্দা পাড়া জামে মসজিদ (দক্ষিণখান) ৪৮নং ওয়ার্ডে, জসিমউদ্দিন মেম্বার বাড়ী মসজিদ (দক্ষিণখান) ৪৫নং ওয়ার্ডে, হাসান-হোসাইন মাজে মসজিদ (আশকোনা) ৪৯নং ওয়ার্ডে, মাটির মসজিদ (লাল ইটের মসজিদ) ৪৭নং ওয়ার্ড, আল-মদিনা জামে মসজিদ (চৌরাইটেক বাজার) ৪৭নং ওয়ার্ড, ফায়েদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ (ফায়েদাবাদ) ৪৭নং ওয়ার্ড, আটিপাড়া জামে মসজিদ (আটিপাড়া) ৪৬নং ওয়ার্ড, জয়নাল মার্কেট (বাজার উত্তরখান) ৫০নং ওয়ার্ডে, সাদা মসজিদ (ট্রান্সমিটার) ৪৮নং ওয়ার্ডে, বাইতুল মামুর জামে মসজিদ (দক্ষিণখান) ৫০নং ওয়ার্ডে এবং সেক্টর ১০,১১,১২,১৩ ও ১৪-তে কেন্দ্রীয় জামে মসজিদগুলোতে আগামীর করণীয় ও
ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করা হয়।
এসময় দয়াল কুমার বড়ুয়া নিজে উপস্থিত থেকে উত্তরার ১৪নং সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে লিফলেট বিরতণ করেন।
লিফলেট বিরতণ শেষ দয়াল কুমার বড়ুয়া গণমাধ্যমকে বলেন; দেখুন দেশে এখন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। তাই জন-সাধারণ যেন তাদের বাড়ির আশ-পাশ পরিস্কার পরিছন্ন রাখে। জমে থাকা পানি যেন ফেলে দেয়। এসব বিষয়ে ঢাকা – ১৮ মানুষ সচেতন করতে লিফলেট বিরতণ করেছি।
তিনি আরও বলেন; পাশাপাশি আগামীতে ঢাকা -১৮ আসন নিয়ে আমার পরিকল্পনা জন-সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে লিফলেট বিরতণ কর্মসূচির আয়োজন করেছি। আমি চাই মানুষের মনে জায়গা করে নিতে। তাই মানুষের জানা প্রয়োজন আমি তাদের সেবা করতে এসেছি।
আগামীতেও লিফলেট বিরতণ কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন তিনি। এসয় বিভিন্ন এলাকায় লিফলেট বিরতণ কার্যক্রম পরিচালনা করেন দয়াল কুমার বড়ুয়ার নেতা-কর্মীরা।