বিজয় দিবসে মুক্তমন সোসাইটির মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তমন সোসাইটির পক্ষ থেকে এ(+) প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রোববার মহান বিজয় দিবসের উপলক্ষে দক্ষিণ খান মুক্তিযোদ্ধা রোডে অবস্থিত আল ফালাহ মডেল স্কুলের নিজ ভবনে সন্ধ্যা ৬টায় মুক্তমন সোসাইটির উদ্যোগে ৫২ জন এ(+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি, ঢাকা ১৮ আসনের এমপি পদপ্রার্থী, দয়াল কুমার বড়ুয়া, সভাপতিত্ব করেন আল ফালাহ মডেল একাডেমীর প্রধান শিক্ষক মহসিন মিঞা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি শেখ জুয়েল আনান্দ, এশিয়ান টিভির আবুল হোসেন মৃধা, মুক্তমন সোসাইটির সভাপতি আশরাফুল আলম, মুক্তমন সোসাইটির জেনারেল সেক্রেটারী ইব্রাহিম হাসান।

প্রধান অতিথি দয়াল কুমার বড়ুয়া বলেন, ঢাকা ১৮ আসনের বেশিরভাগ জায়গা খানাখন্দ ও জলাবদ্ধতায় পরিণত হয়েছে। এই এলাকার জনগণের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে পড়েছে। মাত্র তিন-চার কিলোমিটার রাস্তা যেতে সময় লাগে দুই তিন ঘন্টা। আমি ভোট চাইতে আসিনি এসেছি আপনাদের মাঝে থেকে ঢাকা ১৮ আসনে পরিবর্তনের এ কাজ করতে। অনেকে ভোটের আগে কমিটমেন্ট দিয়ে রাখেনা। আমি কথা দিয়ে নয় কাজ দিয়ে প্রমাণ করতে চাই। আপনারা আমাকে লিডার নয় নেতা নয় আমাকে একজন ভাই হিসাবে পাবেন।

তিনি আরও বলেন, আমরা কাকে এমপি বানাই যারা আমাদের আইন প্রনয়ণ করবে ভাগ্য নির্ধারণ করবে। এই মানুষ গুলো যদি সঠিক মানুষ না হয়ে থাকে, তাহলে আমাদের ঢাকা ১৮ আসনের ভাগ্যের উন্নয়ন কখনই হবে না। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই আমি একটি দাবি নিয়ে আপনাদের কাছে এসেছি। একটি ভালো মানুষকে নির্বাচিত করবেন। যারা আপনার-আমার কথা বলবে ঢাকা ১৮ আসনে আমাদের উন্নয়নের কাজ করবে। আমার আপনার ভাগ্য উন্নয়নের জন্য সংসদে গিয়ে কথা বলবে। কথা বলার যোগ্যতা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *