বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য বলেন , এদেশে অনলাইন মিডিয়ার নেতৃত্ব দান কারী একমাত্র সংগঠন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বোমা)।

বেশ কয়েক বছর ধরে দেখছি অনলাইন মিডিয়ার উন্নয়নে মন্ত্রণালয় ও বিভিন্ন অধিদপ্তরে ঘুরছেন এর নেতা সৌমিত্র দেব ও শরিফুল ইসলাম খান । তবে আমার মনে হয় সংগঠনকে এবার ডেলে সাজাতে হবে । সরকারের কাছ থেকে দাবি আদায় করতে হবে ।তিনি রাজধানীর এক অভিজাত হোটেলে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন ।

সেখানে প্রধান অতিথি ছিলেন দেশের প্রবীন সাংবাদিক আমিনুল ইসলাম বেদু। শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন স্বপনের সঞ্চালনায় সেখনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি সৌমিত্র দেব ,সহ সভাপতি রাশিদুল হাসান বুলবুল,নাসির উদ্দিন বুলবুল, শেখ জুয়েল আনান্দ, হুমায়ুন কবির, আশরাফুল ইসলাম, সুমাইয়া জামান , নাফিস মাহবুব প্রমুখ।

বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশে অনলাইন মিডিয়ার বিকল্প নেই। দেশের তৃণমূলের উন্নয়নের চিত্র তুলে ধরে ইতিমধ্যে অনলাইন মিডিয়া প্রশংসনীয় হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *