স্টাফ্ রিপোর্টার : রাজধানীতে ১৪ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৫ টায় জাতীয় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রথম জাতীয় লেখক উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আরিফ মঈনুদ্দিন। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কবি আসলাম সানি। বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট, বাংলা একাডেমির আজীবন সদস্য ও সংগঠনের নির্বাহী সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন কথা সাহিত্যিক হালিমা বেগম এবং সদস্য সচিব ছিলেন লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনক।
অনুষ্ঠান পরিচালনা করেন কবি শাহিনা আফরোজ এবং উপস্থাপনায় ছিলেন কবি রলি আক্তার।