বিশেষ প্রতিনিধি : জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আক্রমণ ‘অবিলম্বে বন্ধ করার’ আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন।গুতেরেস শিশুদেরসহ বেসামরিক নাগরিকদের প্রাণহানির নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আহতদের অবশ্যই চিকিৎসা সেবা পেতে হবে এবং মানবিক কর্মীরা যেন অবশ্যই প্রয়োজনে সবার কাছে পৌঁছাতে সক্ষম হন।’তিনি বলেন, ‘এই বিপজ্জনক কর্মকাণ্ড অধিকৃত পশ্চিম তীরে ইতিমধ্যে একটি বিস্ফোরক পরিস্থিতিকে ইন্ধন জোগাচ্ছে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আরও দুর্বল করছে
গুতেরেস ইসরায়েলের উগ্র ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের ‘বিপজ্জনক এবং উস্কানিমূলক কাজ ও বিবৃতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।প্রসঙ্গত, এই বেনগাভির গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেশ কয়েকবার আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলিদের নেতৃত্ব দিয়েছেন এবং সেখানে একটি সিনাগগ তৈরির আহ্বান জানিয়েছেন।