নর্দান ও টেকনো ইউনিভার্সিটি’র ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সামিট অনুষ্ঠিত

ইমাম হোসেন লিটন : নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, ইন্ডিয়া যৌথভাবে ১৮ জুন ২০২৩ (রবিবার) উত্তরাস্থ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সামিট ২০২৩’ শীর্ষক একটি আন্তর্জাতিক সামিটের আয়োজন করে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, সাপ্লাই চেন এর মর্ম এবং গুরুত্ব আমাদের জানতে হবে। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সাথে ছিলো। ২০১০সালে প্রধানমন্ত্রী দিল্লিতে গেলে চুক্তি হয় যে,দু-দেশ মিলে আমরা ব্যবসায়িক ভাবে এগিয়ে যেতে পারবো।আমরা ইন্ডিয়া থেকে পাওয়ার সহযোগিতা পেয়ে থাকি।চেইন এবং রিসার্চ বিষয়ে কো-অপারেটিভ রিলেশনশিপ বিল্ডআপ করার জন্য দু-বিশ্ববিদ্যালয় কে তিনি ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেটেরিয়ালস ম্যানেজমেন্ট (আইআইএমএম) জাতীয় সভাপতি প্রফেসর এইচ. কে. শর্মা, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এবং সম্মেলনের যাবতীয় বিষয় সমন্বয় করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য প্রফেসর ড. এন ইসলাম।

আলোচকগণ বলেন, এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য হল পেশাদার, গবেষক, শিক্ষাবিদ এবং শিল্প বিশেষজ্ঞদের সাপ্লাই চেইন এবং লজিস্টিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে তাদের জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য জ্ঞান ভাগ করে নেওয়া এবং ধারণা বিনিময় করা। এটি সরবরাহ চেইন নীতিগুলির সর্বোত্তম অনুশীলন এবং উদ্ভাবনী পদ্ধতির আদান-প্রদানকে উৎসাহিত করে।

সম্মেলনে চারটি কারিগরি অধিবেশনে ভারত ও বাংলাদেশের গবেষক এবং কর্পোরেট ব্যক্তিত্বরা অংশ নেন। সম্মেলনে জি. কে. সিং, প্রাক্তন জাতীয় সভাপতি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেটেরিয়ালস ম্যানেজমেন্ট (আইআইএমএম); প্রফেসর ড. কিশোর রায়, মহাপরিচালক, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি; ড. পারমিতা সেন, সহকারী অধ্যাপক, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি; প্রফেসর ড. মামুন হাবিব, ভুল অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি; নকিব খান, সভাপতি, বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি; ড. জিয়াউল হক আদনান, অধ্যাপক, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি; কমডোর মোহাম্মদ আবদুর রাজ্জাক, এনডিসি, পিএসসি, (অব.), এমফিল, বাংলাদেশ নৌবাহিনী; এজাজুর রহমান, সিইও, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ), এশিয়া; সারওয়ার মোর্শেদ, অধ্যাপক, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; মোহাম্মদ জিয়া উদ্দিন, সরবরাহ পরিচালক, বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্লাস্টার, রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি ড. সাদ হাসান, অধ্যাপক, স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; অধ্যাপক ড. একরামুল ইসলাম, কোষাধ্যক্ষ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ; আব্দুল হাকিম, সিএমও, হুরাইন এইচটিএফ লিমিটেড; এ কে এম নূরুল হুদা, চিফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসার (সাবেক), বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিভিন্ন সেশনে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ‘সেন্টার ফর রিসার্চ ইন মেটেরিয়ালস ম্যানেজমেন্ট (সিআরআইএমএম, ইন্ডিয়া)’ এবং ‘নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি)’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *