উত্তরা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া।
তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে দক্ষিণখান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেনের আমন্ত্রণে তার নিজ বাসভবনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
পরে নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত দক্ষিণ খান শিক্ষা কমপ্লেক্স তথা উত্তরা আনোয়ারা মডেল বিশ্ব বিদ্যালয় কলেজ, এমারত হোসেন স্কুল, এস এম তোফাজ্জল হোসেন পলিটেকনিক্যাল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
একইসাথে দক্ষিণখানে নির্মানাধীন মজজিদ কমপ্লেক্স ও মুক্তিযুদ্ধ যাদুঘরের জন্য ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান ঘোষণা করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী দয়াল বড়ুয়া।
দোবাদিয়া, দক্ষিণখান এর স্থানীয় বাসিন্দা হাশেম সাহেবের ছেলে শরৎ এর বিয়ের সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহণ।