স্টাফ্ রিপোর্টার : রাজধানীর দক্ষিণখান আজমপুর রেল গেইট সংলগ্ন এভারগ্রীন সিকিউরিটি কোম্পানির নামে দেদাচ্ছে চলছে প্রতারনার ব্যাবসার নতুন কৌশল গার্ড এমএলএম।
এবিষয়ে অনেকেই ভয়ে মুখ খুলতে চায়না।তবে সম্প্রতি
আব্দুল হাকিম (২৩) পিতা- মোঃ তমিজ সাং- চালাবন হাজীপাড়া, থানা- দক্ষিনখান, জেলা- ঢাকা ডিসি উত্তরা কে অভিযোগ দায়ের করেছেন।
তিনি অভিযোগে বলেন, অনলাইনের মাধ্যমে এভারগ্রীন সিকিউরিটি কোম্পানীর সাথে তার পরিচয় হয়। সেই সুবাদে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী তিনি এভারগ্রীন সিকিউরিটি কোম্পানীর অফিসে যান।
তখন অফিসে থাকা কিশোর গ্যাং গ্রীন গ্রুপের কালাম (৩০) সোহাগ (২৮), জাহাঙ্গীর (২৮), মৃধুন হাসান সোহাগ (৩০), মোঃ নয়ন মিয়া (৩২), আরজু মিয়া (৩২), শিহাব (৩০) সর্ব সাং এবারগ্রীর সিকিউরিটি কোম্পানী, আজমপুর রেললাইন সংলগ্ন, দক্ষিনখান, ঢাকাগন চাকুরীরর প্রলোভন দেখাইয়া আমার নিকট হইতে ১৫,৫০০/- (পনের হাজার পাঁচশত) টাকা (আদায়ের রশিদের মাধ্যমে) নেয়। তখন তাকে ২০,৫০০/- (বিশ হাজার পাঁচশত) টাকা বেতন নির্ধারণ করে মার্কেটিং অফিসার পদে নিযুক্ত করে। নিয়োগ হওয়ার তারিখ হতে তাদের নিয়ম অনুযায়ী হাকিম কাজ করে। কিন্তু তিন মাস অতিবাহিত হওয়ার পর দেখা যায় তারা তাকে কোন বেতন দিচ্ছে না। এ চাকুরীটি ভূয়া বলে আর বুঝিতে বাকী থাকেনা। কোন উপায় না পেয়ে হাকিম
র পিতা তমিজ উদ্দিনকে নিয়ে ২০/০১/২৪ইং তারিখ সকাল অনুমান সকাল ১০ টায় হাকিম অফিসে গিয়ে বেতন ও তার নিকট হইতে নেওয়া টাকা ফেরত চাইলে কিশোর গ্যাং গ্রুপ খুন সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে অফিস থেকে বের করে দিলে ২৪/০১/২০২৪ ইং তারিখে দক্ষিণখান থানায় একটি অভিযোগ দায়ের করলে এসআই আতিক ঘটনাস্থলে গিয়ে কোন সুরাহা না করে আমাকে মাত্র ৬,০০০/- (ছয় হাজার) টাকা নিয়ে সেখান থেকে বিদায় হতে বলে। হাকিম তা নামেনে উক্ত বিষয়ে ডিসি উত্তরা অফিসে অভিযোগ দেন,যা বর্তমানে তদন্তে রয়েছে।
অভিজ্ঞ মহল বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা অতীব গুরুত্বপূর্ণ মনে করেন।