রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হওয়া কিশোর সিয়াম (১৪) মারা গেছে। ওই রাতে ফানুস উড়াতে গিয়ে কেরোসিন তেলে তার শরীরে আগুন ধরে যায়।
সোমবার মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, থার্টি ফার্স্ট নাইটে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হয়ে তিনজন আমাদের জরুরি বিভাগে এসেছিল। এদের মধ্যে সিয়াম নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যায়। তার শরীরের ৮৮ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকি দুজনের ২ ও ৬ শতাংশ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছিল।
মৃত সিয়ামের বাবা স্বপন বেপারী বলেন, ‘নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে কেরোসিন তেলে তার শরীরে আগুন ধরে যায়। পরে আগুন নেভাতে গিয়ে আমার দুই ভাইও দগ্ধ হয়। গতকাল মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়।’