স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় শী-শেল চাইনিজ রেস্তরায় অনুষ্ঠিত হয়েছে উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় ঢাকা ১৮ কে চাঁদাবাজ মুক্ত করতে সাংবাদিকদের চাইলেন এমপি আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী সিআইপি।
তিনি বলেন, সাংবাদিকরা দেশের দর্পন, তাদের কাছে জাতি স্বচ্ছ ও সঠিক সংবাদ আশা করে। গিভ এন্ড টেক এই নীতি থেকে সরে এসে সাংবাদিকতা করতে হবে।
গত ১৪ ফেব্রুয়ারী বুধবার উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের ১৬ বর্ষপূতি অনুষ্ঠানটি এক জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে।
অনুষ্ঠান উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন আহমেদ, প্রধান আলোচক সাংবাদিক নেতা আবু জাফর সূর্য, সভাপতিত্ব করেন শেখ মনিরুজ্জামান জুয়েল।