অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে মনোনয়নপত্র নিলেন দয়াল কুমার বড়ুয়া। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমের মনোনীত প্রার্থী হিসাবে বুধবার দুপুরে উত্তরা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
বিকালে দক্ষিণখান থানার ওসি সিদ্দিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে নিজের লেখা বই উপহার দিলেন দয়াল কুমার বড়ুয়া।
দয়াল কুমার বড়ুয়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিদ্যুতায়ন প্রজেক্ট সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন।
দয়াল কুমার বড়ুয়া একজন কলামিস্টও। জন্মসূত্রে চট্টগ্রামের হলেও তিনি আদিপ গ্রুপের চেয়ারম্যান হিসাবে দীর্ঘদিন ঢাকায় থেকে সফলভাবে সারা দেশের বিভিন্ন জেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন।