ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী উৎসব চলছে

বিশেষ প্রতিনিধি : ২৩ তম ঢাকা আন্তর্জাতিক উৎসবের বুধবার ১৫ জানুয়ারি ৫ম দিনে ৫ টি ভেন্যুতেই সিনেমা চলেছে। উৎসবের প্রধান মিলনায়তন প্রাঙ্গণ বেশ জমজমাট ছিলো। প্রধান মিলনায়তনে দেখানো হয় তৌফিক এলাহী পরিচালিত নীলপদ্ম। এটিই ছিলো নীলপদ্ম সিনেমার পুরো এশিয়ায় সর্বপ্রথম স্ক্রিনিং। হলে উপস্থিত ছিলেন পরিচালক নিজে এবং দলের অন্যান্য সদস্যসহ নায়িকা রুনা খান।

সিনেমার অভিনেতা সুজাত শিমুল বলেন- সবার পরিচিত দৌলতদিয়া তে মানুষের জীবন, জীবনের ধরন, জটিলতা, সেটাকে বরাবরই লোকচক্ষুর আড়ালে থাকে। সে গল্পটি তুলে ধরার জন্যই এ সিনেমার নির্মান। তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য চিন্তা করা, এই দায়বদ্ধতা সৃষ্টি করাই সিনেমার মূল লক্ষ্য।


অভিনেত্রী রুনা খান জানান এ ধরণের সিনেমার দর্শক তুলনামূলক কম। যে গল্প বা যাদের গল্প নির্মাতা(independent filmmaker) বলতে চেয়েছেন, সে গল্পটা অনুধাবনের চেস্টা করতে; গল্পের চেয়ে গল্প বলার প্রচেষ্টা কে গুরুত্ব দিতে আহবান জানান।

দর্শকদের ভালোলাগা, ভালোলাগার জায়গা টা সম্বন্ধে জানার জন্য উপস্থিত সবাইকে তিনি আহবান জানান।
পরিচালক তৌফিক এলাহী বলেন সিনেমা নির্মানের সময় উদ্ভুত জটিলতা, সহকর্মীদের সাথে কাজের অভিজ্ঞতা সহ গণমাধ্যম কর্মীদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

এছাড়া আজ জাদুঘরে আরো অনেক সিনেমা যেগুলো মধ্যে একটি ছিলো চীনা ব্ল্যাক কমেডি মুভি। ‘দ্য লাস্ট ফ্রেনজি’ (The Last Frenzy)। তবে কমেডি মুভি হওয়া সত্বেও মুভিটি বাস্তবভিত্তিক হওয়ায় দর্শকমহলে বেশ ভালো সাড়া পেয়েছে।
‘দ্য লাস্ট ফ্রেনজি’ একটি উপভোগ্য কমেডি। এটি দর্শকমনে হাসি ও আবেগের সঞ্চার করে। পাশাপাশি এটি জীবনের মূল্য এবং সময়ের সঠিক ব্যবহারের উপরও আলোকপাত করে।

এছাড়া রেট্রোস্পেক্টিভ সেকশনের Aleksey Fedorchenko পরিচালিত একটি রাশিয়ান সিনেমা- Angely revolyutsii (Angels of Revolution) দেখানো হয় আজ যেখানে- কিছু রাশিয়ান এজেন্ট সাইবেরিয়ায় Khanty এবং Nenets উপজাতিদের সভ্য করার চেষ্টা করেন শিল্পের মাধ্যমে। যেখানে গল্পটিকে ফুটিয়ে তোলা হয়েছে ভীষণ সুন্দরভাবে।

ফ্রেমিং, রং, সিনেমাটোগ্রাফি, অভিনয় সবকিছুই চলচ্চিত্রকে এক নতুন মাত্রা এনে দিয়েছে। ত্রয়োবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এই চলচ্চিত্র দর্শকের মনে বিশেষভাবে দাগ কেটেছে। দর্শকরা এই ধরণের ছবি দেখতে পেরে আনন্দিত এবং এই ধরনের সিনেমা ভবিষ্যতে আরো আসুক এটা তাদের কামনা।

সবশেষে সুফিয়া কামাল অডিটোরিয়ামে সন্ধ্যা ৭ টায় দেখানো হয় একটি এশিয়ান কম্পিটিশন সেকশনের সিনেমা। পারফর্মিং কাউরো’স ফিউনোরাল। সিনেমার সঙ্গে ছিলেন জাপানীজ পরিচালক নোরিকো ইয়োয়াসা নিজে এবং তাঁর সঙ্গে ছিলেন সিনেমার অভিনেতা এবং অভিনেত্রী। নোরিকো জানান সিনেমাটি বাংলাদেশের মতো একটি দেশে এবং এতো বড়ো একটি এশিয়ান অন্যতম প্রধান একটি চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিতে পেরেছে দেখে তিনি খুবই আনন্দিত অনুভব করছেন।

আগামীকাল উৎসব প্রাঙ্গনগুলোতে যেসকল সিনেমাগুলো দেখানো হবে তা নিম্নে দেয়া হলো-
আগামীকাল যেসকল সিনেমা প্রদর্শিত হবে-

১৬ জানুয়ারি বৃহস্পতিবার ২০২৫

আলিয়ঁস ফ্রঁসেজ দা ঢাকা
১০:৩০- ড্রিমিং এন্ড ডায়িং (নেলসন ইউ, ইন্দোনেশিয়া)
২:৩০- প্রজেক্টসনিষ্ট (ঘরবানালী তাহেরিফর, ইরান)
৪:৩০- পারফর্মিং কাওয়েও’স ফিউনারেল (নোরিকো ইউয়াসা)

জাতীয় জাদুঘর (মেইন অডিটোরিয়াম)
১০:৩০- কালাচাকরা (আয়া-গাঙ্গা উলজিটুয়েভ, রাশিয়া), মন্তে ক্লেরিগো (লুইস ক্যাম্পস, পর্তুগাল), রাইস মি আ মেমোরি (ভারুন তৃখা, এস্তোনিয়া)
১:০০- ইন দা বেলি অব আ টাইগার (জালটা সির্ধার্থ, ভারত)
৩:০০- মেলোডি (বেহরাজ সেবৎ রসৌল, ইরান)
৫:০০- বোটলমেন (নেমঞ্জা ভোজিনভিক, সার্বিয়া)
৭:০০- পদাতিক (সৃজিত মুখার্জি, ভারত)

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল অডিটোরিয়াম)
১০:৩০- হোয়েন এভ্রিথিং বার্নস (মারিয়া পঞ্চিও, আর্জেন্টিনা), অ্যাকিউট (মায়ারা মিলান, ব্রাজিল), নট জাস্ট অ্যানি ডে (ক্লাভিয়া করশুনোভা, মলদোভা), আলট্রাভায়োলেট (ভার্লে দা ওয়াইল্ড, বেলজিয়াম), কালেভালা লেজেন্ড অব আইনো (মায়ানা ভানোভিচ, রাশিয়া) পুশ (অনাস্তাশিয়া সেরেজিনা, রাশিয়া)
১:০০- এটেভিজম (আলেক্সে ফেডরচচেঙ্ক, রাশিয়া), ফার্স্ট অন দা মুন (ঐ)
৩:০০- ইগো ইস্ট (আর্সেন আরকেল্যান, আর্মেনিয়া), হায়াটি (ওজান বোজ, তুর্কি), হ্যালো সালমা (মোহাম্মদ হোসেন সলেমানি, ইরান) আওয়ার মেমোরি (আলেক্সজাড্রা ব্রেজনে, ফ্রাঞ্চ), আওয়ার মাদার (ডানিয়েল পাগলিয়া, ইতালি)
৫:০০- নামহীন গোত্রহীন (চন্দ্রভন দেবী মুহু, বাংলাদেশ), আর কতবার বলবো (রেহানা সামদানী, বাংলাদেশ)
৭:০০- আনারকলি (আলম আনোয়ার, বাংলাদেশ), বারেন (মনসুর ভসৌঘি, ইরান)

শিল্পকলা একাডেমি (ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়াম)
১০:৩০- আ সামার’স এন্ড পোয়েম (লাম ক্যান-ঝিও, চীন), আই কুড হ্যাভ লিভড বিকজ অব ইউ (হুশাম জলিলাটি, সিরিয়া), বিয়ন্ড দা ওয়েস (চেংক ইজগরেন, তুর্কি)
১:০০- সো লং ফর লাভ (জিআওলিয়ে ওয়াং, চীন)
৩:৩০- সানডে (শরিক খোলিকোভ, উজবেকিস্তান)
৫:৩০- দা সাউন্ড ইস লাউড (ইভান মনোয়ার), দা রিবার্থ অব বাংলাদেশ (রাকিবুল হাসান), ডিসকানেক্টেড (আদনান বাঙ্গালী), চাঁদ আকাশের গল্প (অমিত হিমেল), পথ (লাহুল মিয়া), জুলাইয়ের চিঠি (ঐ), সহযাত্রা (আহাদ তানভীর) — বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *