ঢাকায় আসছেন রাহাত ফতেহ আলী, কনসার্টের অর্থ পাবেন শহীদ-আহতরা

বিশেষ প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তায় আয়োজিত চ্যারিটি কনসার্টে বাংলাদেশে আসছেন বিশ্ব বিখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান। তবে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না বলে জানা গেছে।

আগামী শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে কনসার্টে গান গাইবেন তিনি।শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে কনসার্টটির আয়োজক ‘স্পিরিটস অফ জুলাই’ এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন ‘স্পিরিটস অফ জুলাই’-এর সদস্য ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ রিজভী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাদেকুর রহমান সানি, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মো. জাফর আলী এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়াহিদ-উজ-জামান।

লিখিত বক্তব্যে তারা বলেন, “জুলাই-আগস্টের গণ আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী ‘স্পিরিটস অব জুলাই’ নামে এক প্লাটফর্মের মাধ্যমে আগামী ২১ ডিসেম্বর একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি। ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে আয়োজিত এ কনসার্ট থেকে আয় হওয়া সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা কররো। এ সহায়তার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই আমরা। 

গত ১২ নভেম্বর ‘স্পিরিটস অফ জুলাই’ প্লাটফর্মের সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে এই বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে উল্লেখ করে তারা বলেন, ‘কনসার্ট থেকে অর্জিত অর্থ ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা সংস্থা ‘শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। কনসার্টের মূল আকর্ষণ বিশ্ব বিখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান। তিনি বিনা পরিশ্রমে গান পরিবেশন করবেন। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তার সঙ্গে ‘স্পিরিটস অফ জুলাই’ এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। অর্থাৎ তার পারিশ্রমিকও আহত-নিহতদের পরিবারকে প্রদান করা হবে।”

তারা আরও বলেন, “কনসার্টে স্বল্প পারিশ্রমিকে দেশীয় সংগীত ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটার ম্যাথ ও র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নান গান পরিবেশন করবেন। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরো বিভিন্ন কর্নার থাকবে। কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে প্রাইম ব্যাংক।”

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কনসার্টের টিকেট বিক্রি শুরু হতে পারে জানিয়ে তারা বলেন, “চ্যারিটি কনসার্টটির টিকিটের শুভেচ্ছা মূল্য মোট তিনটি ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে এর পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। শীঘ্রই মূল্য নির্ধারণ করে টিকিটের সামগ্রিক বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। অর্থ সংক্রান্ত সার্বিক বিষয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং পরামর্শ প্রদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে আমরা ইতোমধ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *