বিশেষ প্রতিনিধি : ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ১৭ জন।
বুধবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৭৪ জন। তাদের মধ্যে ৮৫ জন পুরুষ ও ৮৯ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৯৯ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী। এই সময়ে এক হাজার ৫৪ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।