জিজিএফের “রাষ্ট্র সংস্কারে সকলের অংশগ্রহণ ” শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত

স্টাফ্ রিপোর্টার : আজ সকালে ‘গুড গভর্নেন্স ফোরাম’ এর  উদ্যোগে “রাষ্ট্র সংস্কারে সকলের অংশগ্রহণ একাত্মতা ও অংশগ্রহন দরকার” শীর্ষক জিজিএফের গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে রাজধানীর মহাখালীর সেনা কল্যাণ টাওয়ার,আমানা ফুড ভ্যালী কনফারেন্স হলে সকাল ১১টায় ‘গুড গভর্নেন্স ফোরাম’ এর আয়োজনে নতুন বাংলাদেশ: “রাষ্ট্র সংস্কারে সকলের অংশগ্রহণ একাত্মতা ও অংশগ্রহন দরকার” শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

‘গুড গভর্নেন্স ফোরাম’ এর পক্ষে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিচারক ইকতেদার আহমেদ। এবং ফোরাম এর পক্ষ থেকে ধারণা পত্র পাঠ করেন শহিদুল ইসলাম খান। সভাপতিত্ব করবেন বিচারপতি সিকদার মকবুল হক।উক্ত গোলটেবিল আলোচনাটি সঞ্চালনা করবেন শরিফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক, গুড গভর্নেন্স ফোরাম।

উক্ত গোলটেবিল আলোচনায় আলোচক হিসেবে থাকবেন,  ড. সুকোমল বড়ুয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নৈতিক সমাজের সভাপতি মেজর জেনা: আমসা আমিন, মাহবুর আলম কমল, সংস্কার পার্টির আহবায়ক মেজর আমিন আহমেদ আফসারী ও এডভোকেট তাসমিন রানা। (ভার্চুয়ালী) বক্তব্য রাখেন ড.রেজাউল করিম চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *