জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়

সেলিম রেজা, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা স্পষ্ট নয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থেকে সম্প্রতি ঘোষণা করেছে আগামী বছরের ৩০ জুনের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। ইতোমধ্যে বাংলাদেশের রাজনীতিতে একটা আলোচনা উঠেছে নির্বাচন পদ্ধতি পরিবর্তনের। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদের মতো বিভিন্ন রাজনৈতিক দল একে সমর্থন করছে। অন্যদিকে শুরু থেকেই এর বিরোধিতায় আছে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি।

আনুপাতিক নির্বাচনের পক্ষে-বিপক্ষে রাজনৈতিক দলগুলির যে অবস্থান সেখানে রাজনীতি তো বটেই, ভোটের নানা সমীকরণও মেলাচ্ছেন অনেকে। আলোচনা আছে নতুন পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সেটা কোন রাজনৈতিক দলকে লাভবান করবে, আর কোন দল ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে এখন যে প্রচলিত নির্বাচন সেখানে ৩০০ আসনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী থাকে। ভোটারদের ভোটে তারা সরাসরি নির্বাচিত হন।

কিন্তু এই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে এখন মতামত দেওয়া হচ্ছে আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করার। যেখানে সারা বাংলাদেশে একটা রাজনৈতিক দল যতো ভোট পাবে, তার আনুপাতিক হারেই নির্ধারিত হবে সংসদে ওই দলটি কত আসন পাবে। অর্থাৎ এখানে সরাসরি জনগনের ভোটে কোনো প্রার্থী নির্বাচিত হবেন না। কোনো একটি দল যদি শতকরা ৪০ শতাংশ ভোট পায় তাহলে সংসদে তার আসন হবে ১০০ আসনের মধ্যে ৪০টি। কিন্তু আনুপাতিক এই নির্বাচন নিয়ে পক্ষে-বিপক্ষে কী আলোচনা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *