চার ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি : তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হওয়ার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে দিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকামুখী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণে ব্যবহৃত ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উদ্ধারকর্মীরা ছুটে যান। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *