নিজস্ব প্রতিনিধি : তৃণমূলে মেয়র ও কাউন্সিলর প্রার্থী হিসেবে যারা জনপ্রিয়
তৃণমূলে মেয়র ও কাউন্সিলর প্রার্থী হিসেবে যারা জনপ্রিয়
আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিটি কর্পোরেশনকে মোট ৫৭টি ওয়ার্ড রয়েছে। মহানগর কেন্দ্রীক মেয়র ও প্রতিটি ওয়ার্ডে একাধিক কাউন্সিলর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সেই সাথে নানা প্রতিশ্রুতি ও পোষ্টার ফেষ্টুন তৈরিতে ব্যাস্ত প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের নানা জল্পনা কল্পনা। নির্বাচন ঘিরে সর্ব সাধারণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন সকল মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা।
এলাকাবাসী মহানগর ও ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে এমন ব্যক্তিকে চায় যার মধ্যে স্বজনপ্রীতি, ঘুষ-দুর্নীতি, অনিয়ম থাকবে না। যিনি সাধারণ মানুষের পাশে থাকবে তাকেই কাউন্সিলর হিসেবে দেখতে চায়।
তৃণমূলে মহানগরীর বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে দেখা যায় মেয়র প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড, আজমত উল্লাহ খান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতিক নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এড, জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন ও হাতী প্রতীকে সরকার শাহনুর ইসলাম রনি।
এছাড়া বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন তারা হলেন, ৩৭ নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে আলোচনায় রয়েছে জুয়েল মন্ডল, ৪৩ নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীক নিয়ে আলোচনায় রয়েছেন খালেদুর রহমান রাসেল, ৪৪ নং ওয়ার্ড থেকে ট্রাক্টার প্রতীক নিয়ে আলোচনায় রয়েছেন সাংবাদিক রোমান শেখ, ৪৬ নং ওয়ার্ড থেকে ঠেলা গাড়ি প্রতীক নিয়ে আলোচনায় রয়েছে যুব বন্ধু সোহেল রানা, ৪৭ নং ওয়ার্ডে ঠেলা গাড়ি প্রতীক নিয়ে আহসান উল্লাহ আলোচনায় রয়েছেন, ৪৯ নং ওয়ার্ড থেকে এসি প্রতিক নিয়ে আলোচনায় রয়েছেন কামাল দেওয়ান, রেডিও প্রতীকে ফারুক আহমেদ, কাটা চামচ প্রতিকে আমির হামজা, ব্যাড মিন্টন প্রতীকে জুয়েল হোসেন জয় ও ঝুড়ি প্রতীক নিয়ে মোবারক হোসেন মিলন, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে লাটিম প্রতীকে আলোচনায় রয়েছে যুবলীগ নেতা আজিজুল ইসলাম আজিজ, এলাকাবাসীর মন জয় করে ৫১ নং ওয়ার্ডে পুনরায় কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আমজাদ হোসেন, ৫২ নং ওয়ার্ডে আলোচনায় রয়েছেন আব্দুল আলীম মোল্লা, ৫৩ নং ওয়ার্ডে লাটিম প্রতীকে আলোচনায় রয়েছেন মোঃ সোলেমান হায়দার, ৫৪ নং ওয়ার্ডে ঠেলাগাড়ী প্রতীকে আলচনায় রয়েছেন নাছির উদ্দীন মোল্লা, ঘুড়ি প্রতীকে বিল্লাল হোসেন মোল্লা ও ঝুড়ি প্রতীকে সাংবাদিক আওলাদ হোসেন, ৫৫নং ওয়ার্ডে ঝুড়ি প্রতীকে আলোচনায় রয়েছেন হাজী হাসান উদ্দিন, ৫৬ নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীকে আবুল হোসেন ও লাটিম প্রতীকে এম এম নাছির উদ্দিন আলোচনায় রয়েছেন, ৫৭ নং ওয়ার্ড থেকে মিষ্টি কুমড়া প্রতিক নিয়ে আলোচনায় রয়েছেন মোঃ নজরুল ইসলাম।
প্রার্থিতা যাচাই বাছাই ও প্রতীক বরাদ্ধের পর ওয়ার্ডের বিভিন্ন চায়ের দোকান ও পাড়া মহল্লায় একটাই গুঞ্জন আদশ্যবান ও ন্যায় পরায়ন ব্যাক্তিই হবে মেয়র ও কাউন্সিলর। এছাড়া নগ ও ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদের ভক্ত ও সমর্থকগণ বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করছেন। সকল প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে রয়েছে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই মুক্ত ওয়ার্ড গড়া, ন্যায় বিচারের মাধ্যমে সু-শাসন প্রতিষ্ঠা করা, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করা, গুরুত্বপূর্ণ সমস্যা, মশা নিধন করা, প্রত্যেকটি ইউনিট ব্লক সিসি ক্যামেরার আওতায় আনা, প্রতিটি নাগরিককে সরকারি সকল সুযোগ সুবিধা প্রদান করা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তাঘাট ড্রেন ব্যবস্থা সচল করা ও নতুন নতুন ড্রেন নির্মাণ করা, স্কুল, মাদ্রাসা, মসজিদ, কবস্থান উন্নয়ন করা, প্রতিটি খেলার মাঠ উন্মুক্ত করা, মূল সড়কগুলোকে ল্যামপোস্ট এর আওতায় আনাসহ নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে অঙ্গীকারবদ্ধ।