গাজীপুরে সাবেক প্রতিমন্ত্রী চুমকিসহ ১৪৫ জনের নামে ১৩ সালের ঘটনায় বিএনপি নেতার মামলা

পুবাইল, গাজীপুর প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ২০১৩ সালে শান্তিপূর্ণ অবরোধ পালন করাকালীন সময়ে অবরোধে বাধা ও অতর্কিত হামলায় গুরুতর আহত করার অভিযোগে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের ১৪৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে পুবাইল থানা বিএনপি নেতার মামলা দায়ের।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে পূবাইল থানায় মামলা নং ১৩ তাং ০৩/০৯/২৪ দায়ের হয়েছে বলে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন তথ্যটি নিশ্চিত করেছেন।

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন বিন্দান এলাকার মৃত আব্দুল সাত্তার মিয়ার ছেলে
মামলার বাদি বিএনপির নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৩) বলেন, ২০১৩ সালের ০৪ ডিসেম্বর সকাল ৮টায় পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির ৩-৪শ নেতাকর্মী শান্তিপূর্ণ অবরোধ পালন করছিলো। এসময় মেহের আফরোজ চুমকির নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করাকালীন বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুল ইসলাম আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করলে এতে মোহাম্মদ আনোয়ার হোসেন পুরো শরীরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেয়।

মামলা সূত্রে জানা যায়, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি (৬০), পূবাইল থানা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান শিরিষ (৭০), পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন (৭০), ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল (৪৮), ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা (৫৬), পূবাইল থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার অপু (২৮), পূবাইল থানা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলজার হোসেন টুটুল (৩৬), পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সোহেল রানা (৩৭), যুবলীগ নেতা বাছেদ আলী (৪৫), ছাত্রলীগ নেতা কাওছার হোসেন (২৮), আওয়ামী লীগ নেতা মোমেন (৪৫), যুবলীগ নেতা বেলায়েত হোসেন (৪৫), যুবলীগ নেতা রাসেল (৪৮), সাবেক পূবাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মাসুদ (৪৮), পূবাইল থানা যুবলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আশরাফুল ইসলাম (৪৫), পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ মাসুদ (৪০), পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমিনুল ইসলাম (৪২), ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আলমগীর খান (৫২), ঝন্টু খান (৪০), আওয়ামী লীগ নেতা মোঃ জাকারিয়া শেখ (৫২), ফারুক খান কমল (৪২), যুবলীগ নেতা বাবুল পাঠান (৪২), পূবাইল থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সাধারণ সম্পাদক কাজী আসিফ মোস্তফা (৪৩), কাজী মালেম মাহমুদ (৬৫), মোঃ শাকিল হাওলাদার জনি (৩৮), এমদাদ হোসেন সরদার (৬০), যুবলীগ নেতা মাসুদ সরকার (৩৫), ৪১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিপ্লব মোল্লা (৩২), আলাউদ্দিন ইসলাম খোকন (৫০), কাজী সফি উদ্দিন (৬০), আওয়ামী লীগ নেতা কাজী মোবারক মাষ্টার (৪৫), ইসলাম উদ্দিন ভূইয়া (৪৫), মোহাম্মদ আলী ভূইয়া (৩৮), ৪২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শাহিন (৩৬), মোক্তার হোসেন (৪৮), আফজাল হোসেন (৫৫), গাজীপুর মহানগর যুবলীগের সদস্য ইকবাল মাষ্টার (৪৮), ইসাহাক ভূইয়া রুবেল (৩৫), পূবাইল থানা শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম মাষ্টার (৫৩), মোঃ মেহেদী (২৮), নজরুল দেওয়ান (৩৫), আব্দুর রাজ্জাক (৫৫), আওয়ামী লীগ নেতা রহম আলী খন্দকার (৬০), আব্দুর রশিদ (৩০), ৪০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাপ হোসেন বাবু (৪২), আব্দুস সাত্তার (৪৫), পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মামুনুর রশিদ ভূইয়া (৩৮), বেলায়েত হোসেন মোল্লা (৪৫), তোফাজ্জল মোল্লা (৪৫), রাজ্জাক (৫০), শাহেদ সরকার রাকিব (৩১), মোশারফ মন্ডল (৩৮), আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী (৬৫), পূবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নয়ন মিয়া (৩৫), লোকমান মোল্লা (৫০) সহ আরো ৯০ জন অজ্ঞাত আসামীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *