খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ

খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে একদল মানুষ। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত দলটির মহানগর ও জেলা কার্যালয়ে হামলা চালানো হয়। ঘটনার পর থেকে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে বাসিন্দারা বলছেন।খুলনা কোতোয়ালি থানার ওসি শেখ মুনীর-উল-গিয়াস বলেছেন, ‘হামলাকারীদের পরিচয় জানা যায়নি।’ 

এলাকাবাসী জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে মিছিল নিয়ে ডাকবাংলা মোড়ে আসেন একদল মানুষ। তারা জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলেন। পরবর্তীতে তারা কার্যালয়ের ভেতর প্রবেশ করে চেয়ার এবং টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন। ভাঙচুরকৃত মালামাল বাইরে এনে অগ্নিসংযোগ করেন তারা। পরে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে ঘটনাস্থল ছেড়ে যান। এসময় ‍পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে দোকান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

ওসি শেখ মুনীর-উল-গিয়াস বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে মিছিল নিয়ে এসে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় কিছু মানুষ। তারা দলটির অফিসকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। কার্যালয়ের ভেতর থেকে দুটি প্লাস্টিকের চেয়ার বাইরে এনে অগ্নিসংযোগ করে। যারা আক্রমণ করেছে তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।’ 

খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, ‌‘উত্তেজিত জনতা জাতীয় দালাল ও ফ্যাসিস্টের প্রধান সহযোগী জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছে। তারা সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় বলে আমরা খবর পেয়েছি। এ ঘটনার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *