ইএনবি ডেস্ক : খাগড়াছড়ির জেলা শহরে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের দক্ষিণ মাথা নামক এলাকায় এই ঘটনা ঘটে। চুমকি ওই এলাকার তপন কান্তি দাশের স্ত্রী। বর্তমানে মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে।
ঘটনার পর পুলিশ সুপার আরেফিন জুয়েল ও সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ছিনতাইয়ে উদ্দেশ্যে এই ঘটনা ঘটে থাকতে জানালেও এর বিস্তারিত জানা যায়নি।
ডাকাতির উদ্দেশ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম বলেন, ‘ঘটনাস্থলে একটি শিল (পাটায় ব্যবহার করার) পাওয়া গিয়েছে। যা দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। দুর্বৃত্তরা কানের দুল খুলে নেয়ায় সময় চুমকি রানীর কান ছিঁড়ে গেছে।’
সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, আহত অবস্থায় চুমকি রানীকে সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়।